রাজ্যজুড়ে হালকা বৃষ্টির পূর্বাভাস
সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক, বিশেষ প্রতিবেদন, সুমন পাত্র :- আজ রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলে আজ জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়ায়। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। অন্যদিকে, গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
আগামী সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি ও হাওড়া হুগলি কলকাতার কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।
এখনই প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে বৃহস্পতিবার পর্যন্ত এই কয়েকদিন দক্ষিনবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস। দফায় দফায় বৃষ্টি চলবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখনই নেই। আকাশ প্রধানত মেঘলা থেকে আংশিক মেঘলা থাকবে।
বৃহস্পতিবারের পর দক্ষিনবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অল্প কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও টানা বৃষ্টি কিংবা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।।কিছু সময় মেঘলা আংশিক মেঘলা থাকলেও বেশিরভাগ সময় পরিস্কার আকাশ পাবেন। সূর্যের মুখ দেখা যাবে। অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে। সামনেই শাসকদলের একুশে জুলাই অস্বস্তিকর আবহাওয়া এবং বৃষ্টি কিছুটা ভাবনায় রেখেছে শাসকদলকে।