দাও ফিরে সে অরণ্য, লও এ নগর
ভাতাড় (পূর্ব বর্ধমান),১৪ জুলাই,২০২৪, সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক : চারিদিকে পালিত হচ্ছে বনমহোৎসব সপ্তাহ। পরিবেশ বাঁচানোর চ্যালেঞ্জ মানবজাতির, লক্ষ্য সবুজায়নের। এই লক্ষ্য নিয়েই রবিবার পূর্ব বর্ধমান জেলার ভাতাড়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে ‘সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড ‘ নামে পরিবেশপ্রেমী সংস্থা।
ভাতাড় পঞ্চায়েত সমিতির সভাকক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর ভাতাড় বাজার ও বলগোনা বাজারে পদযাত্রা করা হয়। অনুষ্ঠানে ও পদযাত্রায় সামিল হন বাংলা সিরিয়ালের অভিনেতা সৌভিক চক্রবর্তী।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সহকারী বিভাগীয় বনআধিকারিক সোমনাথ চৌধুরী, ভাতাড় পঞ্চায়েত সমিতির পূর্ব কর্মাধ্যক্ষ শেখ সফিকুল আলম, ভাতাড় পঞ্চায়েতের উপপ্রধান অমিত হুই, নিত্যানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী, বিশিষ্ট শিক্ষক স্বপনকান্তি চৌধুরী এবং পার্থ সরকার সহ বিশিষ্টজনরা। এছাড়াও উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড এর সভাপতি আবু আজাদ। পরিবেশ কর্মী সেখ মাবুদ আলিও উপস্থিত ছিলেন।
সাধারণ পথ-চলতি মানুষের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বৃদ্ধি নিয়ে প্রচার। গাছের চারাও সাধারণ মানুষকে তুলে দেয়া হয়।।