লসিঙ্গুর টিভি নিউজ ডেস্ক, তারকেশ্বর, হুগলী : আসন্ন তারকেশ্বর শিবতৃত্ব ধামে মেলা উপলক্ষে রাজ্য প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রস্তুতি পর্বের চূড়ান্ত পর্যায়ে সুষ্ঠুভাবে করার লক্ষ্যে ইতিমধ্যে জেলা ডিএম অফিসে মিটিং হয়েছে। বৃহস্পতিবার হরিপাল বিশ্বনাথ সেবা সমিতিতে মিটিং হলো প্রশাসনিক বৈঠকে। তার আগে তারকেশ্বর সং চত্বর থেকে শুরু করে মন্দির চত্বর বৈদ্যবাটি তারকেশ্বর রোড নিমাই তীর্থ ঘাট সহ ছয়টি আরও ছটি ঘাট পরিদর্শন করা হলো।
আজকের বৈঠকে যে পদক্ষেপ গুলো নেয়া হলো তা হলো বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট সহ সমস্ত ঘাট থেকে ওরে বাবার মাথায় জল ঢালা পর্যন্ত পুষ্ঠভাবে যাত্রীরা জল ঢালতে পারেন তার জন্য সমস্ত রকম পরিকল্পনা নেয়া হয়েছে।
তারকেশ্বর বৈদ্যবাটি রোডসহ পাশাপাশি সমস্ত রোডকে সংস্কার করা।
গঙ্গার ঘাটে জল তোলার সময় কোনরূপ দুর্ঘটনা না হয়, তারজন্য সেচ দপ্তরের মাধ্যমে নজরদারি এবং জাল দিয়ে ঘিড়ে দেয়া এবং এলাকাকে সুন্দর রাখা।
মিটিং থেকে রেল দপ্তরের আরপিএফ এবং প্রশাসনকে জানানো হয়েছে প্রতিটি রেলগেট জেঠি দিয়ে যাত্রীরা যাতায়াত করেন তার দিকে নজরদারি রাখা এবং যাত্রীদের শেওড়াফুলি ও বৈদ্যবাটি স্টেশনে নামার জন্য নির্দেশ দেয়া। এবং তাদেরকে সুষ্ঠুভাবে ঘাটের দিকে পৌঁছে দেয়া।
এই শ্রাবণ শ্রাবণী মেলায় কোনরূপ প্লাস্টিকের দ্রব্য ব্যবহার হবে না অবশ্যই কাগজের এবং শালপাতার মাধ্যম দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনকে সেবা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। খাবার খাবার পর সেই সমস্ত বর্জ্য দ্রব্য যাতে জায়গায় ফেল তার জন্য প্রতিটি জায়গায় বর্জ্য ফেলার জায়গা করতে হবে। নির্মল মিশন বাংলা মাধ্যম দিয়ে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে।
প্রতিটি পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি কে বাধ্যতামূলকভাবে ক্যাম্প করতে হবে অ্যাম্বুলেন্স সহ এবং রাস্তায় পর্যাপ্ত পরিমাণে আলো লাগাতে হবে। এর জন্য তিনটি শেষ ক্যাম্পের মাধ্যম দিয়ে নজরদারি রাখা হবে জেলা প্রশাসনের তরফ থেকে।
পরিবহন দপ্তরের মাধ্যম দিয়ে আধঘন্টা অন্তর শনি ভোর থেকে রবিবার দুপুর পর্যন্ত ৫০ টি বাস সাঁতরাগাছি, বর্ধমান সহ সহ বিভিন্ন রুটে চালানো হবে। প্রয়োজনে বাস ধর্মতলা পর্যন্ত যাবে।
রেল দপ্তরের ও জেলা ডিএমকে জানানো হয়েছে যেহেতু ঘন্টায় ১৫ হাজার লোক যাতায়াত করেন সেই তুলনায় ট্রেন দিয়ে ফিরতে পারেন মাত্র 3 হাজার লোক একটি ট্রেনে তাই কুড়ি মিনিট অন্তর রেল দপ্তর জাতে ট্রেনের ব্যবস্থা করেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
এই সভায় এবং পরিদর্শনে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী বেচারাম মান্না, ডি এম মুক্তা আর্যা, হুগলী গ্রামীণ পুলিশ সুপার আইপিএস কামনাশিষ সেন, হরি পালের বিধায়ক ডাঃ করবী মান্না, এস পি সহ, তারকেশ্বর এর বিধায়ক রামেন্দু সিংহরায় সহ সর্বস্তরের আধিকারিক রা উপস্থিত ছিলেন।