পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩নং ব্লকে আবারো গাছ কাটা নিয়ে বিতর্ক তুঙ্গে, হুমকি ফোন সংবাদ মাধ্যমকে
সুমন পাত্র, পশ্চিম মেদিনীপুর :- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা সব সময় থেকেছে খবরের শিরোনামে। স্বাধীনতা থেকে মহাভারত, বাম জমানা থেকে কংগ্রেস শাসন, সব সময় বিতর্ক নিয়ে চলতে ভালোবাসে গড়বেতা। এবার গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির নিজস্ব অফিসের ভিতরে গাছ কাটা নিয়ে তুঙ্গে উঠলো তরজা।
এদিন একদল পরিবেশ কর্মীদের তরফে একুশে জুলাই রবিবার সংবাদ মাধ্যমকে জানানো হয় গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির ভিতর বিনা অনুমতিতে গাছের ডাল কাটা হয়েছে। সেইমতো তথ্য সংগ্রহে যায় আমাদের প্রতিনিধি। ছবি এবং ভিডিও তুলে আনা হয় এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে জানা যায় অনুমতি ছাড়াই গাছের ডালগুলো কাটা হয়েছে। পরিবেশ কর্মীদের তরফে প্রতিবাদ জানিয়ে জানানো হয়। গাছেরও প্রাণ আছে এইভাবে গাছের ডাল কাটা কখনো উচিত নয়। আর তাছাড়া গাছের ডাল কাটা হবে এমন কোন দরপত্রের বিজ্ঞপ্তি পঞ্চায়েত সমিতি প্রকাশ করে নী তাই এই ডালকাটা সম্পূর্ণ বেআইনি শুধুমাত্র কতিপয় নেতৃত্ব তাদের কাছের মানুষজনকে আর্থিক সুবিধা পাইয়ে দিতেই এই গাছগুলোর ডাল কাটা হয়েছে। তাদের কাছের মানুষ এই গাছের ডাল বিক্রি করে আর্থিক লাভবান হবেন এই টাকা পঞ্চায়েত সমিতির কোষাগারে জমা পড়বে না। পরিবেশ কর্মীদের থেকে এ ধরনের অভিযোগ শুনেই সংবাদ মাধ্যমের তরফে বিষয়টির খোঁজখবর নেওয়া শুরু হলে হুমকি ফোন আসতে থাকে সংবাদ মাধ্যমের প্রতি। টেন্ডার ছাড়া নিজের কাছের মানুষকে সুবিধা পাইয়ে দিতেই কি এই গাছ কাটার কান্ড ঘটানো হলো পঞ্চায়েত সমিতির নিজস্ব অফিসের ভেতর, বেছে নেওয়া হলো রবিবার একুশে জুলাই এর মতো দিনটি। সেদিন পঞ্চায়েত সমিতির কার্যালয় বন্ধ, শাসক দলের অনেক কর্মীই ধর্মতলা গামী এমন একটি দিন দুর্নীতির জন্য যথেষ্টই অনুকুল এমনই প্রশ্ন তুলতে শুরু করেছে শাসক দলেরই একাংশ, প্রশ্ন তুলছে বিরোধীরাও।
চুপিসারে দুর্নীতি করে স্থানীয় এলাকায় সততার রাজনীতি করা কোন রাজনৈতিক নেতা এই ঘটনায় জড়িত বলে এলাকায় গুঞ্জন।
এ ধরনের অভিযোগ কতটা সত্য কতটা মিথ্যা আমাদের প্রতি আসা হুমকি ফোনই সে প্রশ্ন উসকে দিল। এইভাবে গাছ কাটা বন্ধ করতে গাছের ডাল ছাঁটা আটকাতে পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন কী না সেটাই এখন দেখার।