স্বাধীনতা দিবসের প্রাক্কালে দার্জিলিং ও পুরী যাওয়ার রেল টিকিটের চাহিদা তুঙ্গে
সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক, জুলাই ২২, ২০২৪:
ভ্রমণ পিপাসু বাঙালির বেড়াতে যাওয়ার সেরা পছন্দ রেলগাড়ি। রেলগাড়িতে ভ্রমণ করলে একদিকে যেমন আর্থিক সাশ্রয় হয় তেমনি যাত্রাও হয় উপভোগ্য। যেকোনো রকম ছুটির মরসুম এলেই বাঙালীর বেড়াতে যাওয়ার সেরা পছন্দের স্থান দার্জিলিং এবং পুরী। পুরী এমন এক পর্যটন স্থল যেখানে একদিকে যেমন সমুদ্রের গর্জন উপভোগ করা যায় তেমনই জগন্নাথ মন্দির দর্শন করা যায়। অপরদিকে দার্জিলিংয়ে হিমালয়ের সৌন্দর্য অবলোকন করা যায়।
তাই কোন ছুটির মরসুম এলেই দার্জিলিং ও পুরীগামী ট্রেনগুলোতে অসম্ভব ভীড় চোখে পড়ে। কিছুদিনের মধ্যেই সামনেই আসছে ১৫ ই আগস্ট এক দিন অতিরিক্ত ১৬ ই আগস্ট ছুটি নিলে সপ্তাহে শেষে চার দিন ছুটি পেয়ে যাচ্ছে, সেই সুযোগ বাঙালিরা ছাড়ে না। তারই প্রতিফলন দেখা যাচ্ছে ট্রেন গুলির অপেক্ষমান তালিকা দেখে।
12343 শিয়ালদহ – নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল 14.08.2024 তারিখে স্লিপার ক্লাসে 100 এর উপর ওয়েটিং লিস্ট রয়েছে এবং 3AC-তে ওয়েটিং লিস্ট 100 ছাড়িয়েছে। তেমনিভাবে 12377 পদাতিক এক্সপ্রেসে 14.08.2027 তারিখে স্লিপার ক্লাসে ওয়েটিং লিস্ট 100 রয়েছে এবং 3AC-তে 52 রয়েছে। 22201 শিয়ালদহ – পুরী দূরন্ত এক্সপ্রেসে 14.08.2024 তারিখে স্লিপার ক্লাসে ওয়েটিং লিস্ট 123 রয়েছে।
এছাড়াও 12041 হাওড়া – নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস-এর ভিস্টা ডোম কোচে 13.08.2024, 14.08.2024 এবং 15.08.2024 তারিখে এখনও কিছু সিট উপলব্ধ আছে যে সমস্ত যাত্রীরা বর্ষণ মুখর প্রকৃতিকে উপভোগ করতে করতে হিমালয়ের কোলে যেতে চান তারা সত্বর টিকিট বুক করুন।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, শ্রী কৌশিক মিত্র বলেন, “যারা এই ছুটির দিনগুলিতে ট্রেনে চড়ে ভ্রমণ করতে ইচ্ছুক, তাঁরা যেন সঠিক সময়ে টিকিট বুক করে নির্ঝঞ্ঝাট ভ্রমণ উপভোগ করেন।”