ইউরোপের অন্যান্য দেশের মতো ব্রিটেনও এবার অশান্ত, তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত?
সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক, প্রতিবেদক সুমন পাত্র, ৫ আগস্ট ২০২৪ : একদিকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ চলছে, ইরান ও ইজরাইলের মধ্যে দ্বৈরথ চরমে, শান্তিতে নেই শ্রীলংকা, গণঅভ্যুত্থান ঘটেছে বাংলাদেশে, মায়ানমারে অচলাবস্থা অব্যাহত। এই আবহে অশান্ত ব্রিটেনও।
অভিবাসন বিরোধী আন্দোলনের জেরে উত্তপ্ত একাধিক এলাকা। এই ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগেই। ব্রিটেনের সাউথপোর্টে একটি নাচের ক্লাসে ছুরি দিয়ে হামলা চালিয়েছিল এক দুষ্কৃতী। সেই ঘটনায় তিনজনের মৃত্যু হয়। গুরুতর জখম হয় আট শিশু সহ ১০ জন। তারপর থেকেই ব্রিটেন জুড়ে অভিবাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।
সাউথপোর্টের ওই ঘটনার পর রটিয়ে দেওয়া হয় নাচের ক্লাসে হামলাকারী একজন অভিবাসী ও ইসলামিক কট্টরপন্থী। যদিও পুলিসের তরফে জানানো হয়, হামলাকারীর জন্ম ব্রিটেনেই। এটা কোনও জঙ্গি হামলা নয়। কিন্তু তাতে শান্ত থাকছেন না আন্দোলনকারীরা।
ব্রিটেনের লিভারপুল, ব্ল্যাকপুল, ম্যাঞ্চেস্টার,ব্রিস্টলে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন অতি ডানপন্থীরা। সূত্রের খবর, আন্দোলনকারীরা গায়ের রং দেখে হামলা চালাচ্ছে। আক্রান্ত হয়েছে বহু অভিবাসী। তাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে। অনুমান, ২০১১-পর এটাই ব্রিটেনে সবথেকে বড় আন্দোলন। যার চেহারা দিনে দিনে হিংসাত্মক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। যদিও এই আন্দোলনের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
আন্দোলনকারী অতি ডানপন্থীদের উদ্দেশ্যে তিনি কড়া বার্তাও দিয়েছেন। গতকাল, রবিবার থেকেই বিক্ষোভের মাত্রা বেড়ে গিয়েছে বলে সূত্রের খবর। এমনকী সাউথ ইয়র্কশায়ারে একটি হোটেলে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। ইতিমধ্যেই বেশ কয়েকজন আন্দোলনকারীদের গ্রেপ্তার করেছে পুলিস। আর সেই খবর ছড়িয়ে পড়তেই আরও অশান্ত হচ্ছে ব্রিটেন। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। বিক্ষোভ থামাতে গিয়ে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিস কর্মীও।
রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন সহ এশিয়ার একাধিক দেশ এই মুহূর্তে চরম উত্তেজনায় ফুটছে এইসব ঘটনা কী তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত। বিশ্বজুড়ে প্রশ্নটা উঠে গেল। এবং আরো একবার সম্মিলিত জাতিপুঞ্জের দিকে আঙুল উঠছে তাদের নেতৃত্ব নিয়ে।।