এক কোটি টাকা দিলেন পার্থ, সংস্কার হবে হাসপাতাল, মহিলা শৌচালয়ের দাবি
সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক, ব্যারাকপুর, প্রতিবেদক সুমন পাত্র : সাংসদ তহবিল থেকে এক কোটি টাকা বরাদ্দ করলেন সাংসদ পার্থ ভৌমিক। সন্ত্রাসের আবহ কাটিয়ে উন্নয়নের জোয়ারে ব্যারাকপুর।
নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে রোগী পরিষেবা নিয়ে একগুচ্ছ অভিযোগ রয়েছে। আউটডোরে রোগী অপেক্ষা করে থাকলেও চিকিৎসকের দেখা মেলে না। অভিযোগ, অনেক বিভাগেই চিকিৎসা হয় না। অথচ বর্তমানে সেখানে ৩৪ জন চিকিৎসক রয়েছেন। এ বিষয়ে অভিযোগ এসব চিকিৎসক খাতায় কলমে থাকলেও কাজের কাজ কিছুই হয় না।
দীর্ঘদিনের পুরনো বিল্ডিং হওয়ায় হাসপাতালটির অবস্থাও বেহাল। নতুন করে আউটডোর বিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে আধুনিক ইমার্জেন্সি ওয়ার্ড থাকবে। এই হাসপাতালের চেহারা বদলে দিতে পূর্তদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আলট্রাসোনোগ্রাফি মেশিন, ডিজিটাল এক্স রে বসানো হচ্ছে হাসপাতালে।
পার্থ ভৌমিক সাংসদ হওয়ার পর প্রথমেই নৈহাটি হাসপাতালের চেহারা বদলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার তা কার্যকর হওয়ার পথে।
তিনি সাংসদ তহবিল থেকে এক কোটি টাকা দেবেন। ওই হাসপাতালের পরিষেবা উন্নত করা নিয়ে গত শুক্রবার উচ্চ পর্যায়ের এক বৈঠক হয়। সেখানে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, পার্থ ভৌমিক, জেলা স্বাস্থ্য অধিকর্তা সমুদ্র সেনগুপ্ত, নৈহাটি হাসপাতালের সুপার ডাঃ অমিত দুবে প্রমুখ উপস্থিত ছিলেন। সেখানেই ঠিক হয়, নতুন একটি আউটডোর বিল্ডিং তৈরি করা হবে। সেখানে মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক সহ সমস্ত বিভাগের চিকিৎসা পরিষেবা পাবেন রোগীরা। বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত কোন রোগীকে চিকিৎসা দেওয়ার মতো পরিকাঠামো নেই। তাঁদের কল্যাণী হাসপাতালে রেফার করতে হয়। নতুন চেহারার এই হাসপাতালে অন্তত সেই সুবিধা পাবেন রোগীরা।
আগামী ১১ আগস্ট এ ব্যাপারে ফের আলোচনা হবে বলে জানা গিয়েছে। পার্থ ভৌমিক জানিয়েছেন, ওই হাসপাতালের উন্নতিকল্পে এক কোটি টাকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যদপ্তর ঠিক করবে সেই অর্থ দিয়ে কী কী করা দরকার।
যদিও হাসপাতালে বসার যথেষ্ট জায়গা নেই, নেই রাত্রিবাসেরও যথেষ্ট আচ্ছাদন, পানীয় জল, শৌচালয়েরও যথেষ্ট অভাব আছে। হাসপাতালে আগত অনেকেই দাবি করছে মহিলা শৌচালয়ের। এখন দেখার এইসব অভাব কাটিয়ে এই ১ কোটি টাকা এই হাসপাতালের কতটা সুরাহা করতে পারে।
O