সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক :
আর কি কর কান্ডে নিহত নির্ভয়ার দোষীদের শাস্তিদের দাবিতে যখন উত্তাল বিশ্ব। ঠিক সেসময়ে হুগলীর সিঙ্গুর বিধানসভার তেলিপুকুর আজবনগর নাগরিক সমাজও পিছিয়ে থাকলো না।
এবার হুগলীর সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বাড়ুইপাড়া পলতাগড় গ্রাম পঞ্চায়েতের তেলিপুকুর, আজবনগর ও ঘনশ্যামপুরে প্রায় ৭০০ এর অধিক শিশু থেকে বৃদ্ধা, এছাড়া বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
স্বতঃস্ফূর্তভাবে গ্রামবাসীরা এই প্রতিবাদী মৌনমিছিলে পা মেলালেন। মিছিল জনস্রোতের আকার ধারণ করে।
সকলের মুখে একটাই ধ্বনি “উই ওয়ান্ট জাস্টিস”, এছাড়াও ধর্ষকের ফাঁসির দাবিতে মহিলারা মোমবাতি নিয়ে তেলিপুকুর হরিসভা প্রাঙ্গণে নির্ভয়ার স্মৃতিতে বাতি প্রজ্জ্বলিত করেন।
এদিন মহিলারা নির্যাতিতার উপযুক্ত বিচারের দাবীতে প্রতীকী ব্যাচ পরে মিছিলে হাঁটলেন।।