বিপন্ন শৈশব, নির্বিকার পৌরসভা
নিজস্ব প্রতিনিধি, সুমন পাত্র, মেদিনীপুর, ২৭ আগস্ট ২০২৪ : মেদিনীপুর পৌরসভার ভ্যাটে ১৪ বছরের কম বয়সী ছেলে মেয়েদের কাজ করা নিয়ে শুরু হলো বিতর্ক।
মেদিনীপুর পৌরসভার ভ্যাট গুলিতে কোথাও আট বছরের কোথাও দশ বছরের কোথাও বারো বছরের মেয়েদের দিয়ে করা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। দেওয়া হচ্ছে না প্রয়োজনীয় পারিশ্রমিকও এমনটাই অভিযোগ উঠে এলো আমাদের ক্যামেরায়।
ভারতের সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে চৌদ্দ বছরের নিচের কোন শিশুকে কোন কর্মে নিযুক্ত করা যাবে না। প্রশ্ন উঠছে দেশের শ্রম আইনকে মান্যতা দেওয়া নিয়েও সেই সাথে বিনা ব্যায়ে বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন/২০০৮ তে স্পষ্ট উল্লেখ আছে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না কোন শিশুকে।
কিন্তু মেদিনীপুর পৌরসভার এহেন ছবি আবার প্রশ্নের মুখে ফেলে সামনে এনে দিল শিশুদের শিক্ষার ছবিটা।
বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনের প্রয়োজনীয় প্রত্যেকটি কথা লেখা থাকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের গায়ে কিন্তু সেসব শুধু যে কাগজে-কলমে থেকে যায় এই ছবি তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
কবে বদলাবে বিপন্ন শৈশবের এই ছবিটা। ছোট ছোট ছেলে মেয়েদের হাতে ময়লা ফেলার ঝুড়ি নয় বই খাতা কলম কবে উঠবে জানতে চাই মেদিনীপুরবাসী।