নৈটিতে আক্রান্ত পশুপ্রেমীদের প্রতিনিধি সদস্যরা
নিজস্ব প্রতিনিধি, শেখ আব্দুল আজিম, চন্ডীতলা, হুগলী:
দীর্ঘদিন ধরে পশুপাখির অধিকার ও পশুস্বাস্থ্য বিষয়ে কাজ করে আসছে পশুপ্রেমীদের প্রতিনিধি সদস্যরা। বিভিন্ন সময়ে পশু নির্যাতনের বিরুদ্ধে ঐ সংগঠন সরব হয়েছে। গত ৬ সেপ্টেম্বর হুগলী জেলার চন্ডীতলা থানার অন্তর্ভুক্ত নৈটি নাড়পাড়া’র বাসিন্দা মৌমিতা নাড় (স্বামী প্রতাপ নাড়) আশ্রয়ের সম্পাদকে চিঠি দিয়ে জানান, স্থানীয় চারটি পথ সারমেয়কে উনি নিয়মিত খাবার দেওয়ার কারণে ওনার প্রতিবেশী নিমাই নাড়, জয়দেব নাড়, চৈতন নাড়, রূপা নাড়, চৈতালী নাড়,কৃশানু নাড় চায়না নাড়,বান্টি ঘোষ প্রমুখ কয়েকজন “ঝামেলা করছে”।
পথসারমেয়দের মারধর করছে।
মৌমিতা দেবীদেরও মারধরের হুমকি দিচ্ছেন।
খবর পেয়ে আশ্রয়ের পক্ষে সূর্য ঘোষ, পল্লবী দত্ত এবং স্থানীয় একজন পশুপ্রেমী অনন্যা দত্ত এলাকায় কথা বলার উদ্দেশ্যে যান। কিন্তু মৌমিতা দেবী যাঁদের বিরুদ্ধে বলেন তাঁরা আশ্রয় হোম এন্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য ও স্থানীয় পশুপ্রেমী অনন্যা দেবীর সঙ্গেও দুর্ব্যবহার করেন। চড়াও হন। হুমকি দেন। শারূরিক হেনস্তার চেষ্টা করেন।ফোন কেড়ে নিয়ে ছবি মুছতে বাধ্য করেন। আশ্রয় সদস্যরা ফিরে যাওয়ার পর মৌমিতাদেবীর বাড়িও ভাঙচুর করা হয় বলে মৌমিতাদেবীরা অভিযোগ করেন।চন্ডীতলা থানায় অভিযোগ দায়ের হয়।পুলিশ মৌমিতাদেবির বাড়ি তদন্তেও যায়।
আশ্রয়ের সম্পাদক গৌতম সরকারের বক্তব্য, “এই পৃথিবীর সকল প্রাণীর সসম্মানে বেচেঁ থাকার ও স্বাধীন জীবন যাপন করার অধিকার বিশ্বজুড়ে এবং ভারতীয় সংবিধান অনুযায়ী স্বীকৃত অধিকার। কিন্তু এখানে চারটি সারমেয়র যাপনের অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। এটা কাম্য নয়।”
৯ সেপ্টেম্বর ২০২৪ চন্ডীতলা থানায় অভিযোগ করে ( জি ডি নং – 597 / 09. 09. 2024) আশ্রয় পুলিশের কাছে আবেদন করে, ঐ চারটি পথ সারমেয় যাতে কোনো ভাবেই নির্যাতনের শিকার না হয়, তারা যাতে নিয়মিত খাবার পায়, মৌমিতা দেবী ও তাঁর পরিবার যাতে কোনো ভাবে আক্রমণের শিকার না হন, তা নিশ্চিত করার এবং তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার।
আশ্রয় পক্ষে অভিষেক ঘোষ জানান, সংবিধান অনুযায়ী মানুষের পাশাপাশি পশুদেরও জীবনের অধিকার স্বীকৃত অধিকার। তা থেকে কারোকে বঞ্চিত করা যায় না।