সেখ আব্দুল আজিম, চন্ডীতলা : ২৮ সেপ্টেম্বর ২০২৪ চন্ডীতলা থানার অন্তর্গত দা আবাকাস ইন্টার মডেল স্কুলে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া ব্লাড ডোনেশন ক্যাম্প।
আর এই ব্লাড ব্যাংকে প্রায় ৮০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন উক্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা এছাড়া সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম, হুগলি জেলা পরিষদের সদস্য, সদস্য এবং চন্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ সহ উক্ত ব্লকের সদস্যাবৃন্দ এছাড়াও উপস্থিত চন্ডীতলা ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ সানকি মহাশয়।
সকল অতিথিদের ব্যাজ ও উত্তরিও পরিয়ে সম্মান প্রদান করা হয়। সকলেই সংক্ষিপ্ত বক্তব্যে দা আবাকাস ইন্টার মডেল স্কুলের ভুয়াসি প্রশংসা করেন এছাড়াও ছাত্র ছাত্রীদের নৃত্য অনুষ্ঠানে সকলের মুগ্ধ হোন।