অনুষ্ঠিত হলো বলাকা সাহিত্য পত্রিকার বাষিক কবি সম্মেলন
নিজস্ব প্রতিনিধি, সাহেব দাস, নসিবপুর, সিঙ্গুর, হুগলী, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ :
হুগলির সিঙ্গুর নসিবপুর সৃজনী ভবনে মুক্ত বলাকা সাহিত্য পত্রিকা বার্ষিক কবি সম্মেলন আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক দুই বাংলার জনপ্রিয় খ্যাতনামা কবি আরণ্যক বসু সিঙ্গুরের বিখ্যাত ছড়াকার সুশান্ত পাড়ুই বাংলার সাহিত্যে বিতর্কিত নাম ডাঃ সিরাজুল ইসলাম ঢালী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ডঃ রমলা মুখ্যার্জী ”লাল পাহাড়ির দেশে যা” গানের সস্রা অরুণ কুমার চক্রবর্তী স্বর্ণ পদক প্রাপ্ত কবি দীপঙ্কর পোড়েল বিখ্যাত বাকচিক শিল্পী মুনমুন চক্রবর্তী সেন প্রমুখ। মুক্ত বলাকা সাহিত্য পত্রিকার সম্পাদক বিখ্যাত ছড়াকার সুশান্ত পাড়ুই বলেন যে বাংলা ভাষা ও বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। প্রাক্ শারদীয়া আগমনী সুর অসুরের বিনাশ করে ন্যায় প্রতিষ্ঠা হয়। যেন এক নতুনভাবে এগিয়ে চলা এর সাথে স্বপ্ন উড়ান – ৫ প্রকাশ করা হয়। এবং পত্রিকার তরফ থেকে বেশ কিছু কবি সাহিত্যিককে কাব্যতীর্থ সস্মান প্রদান করা হয়। ও শতাধিক কবিকে সস্মনানা মুমেন্ট দিয়ে সস্মানিত করা হয়। মুক্ত বলাকার সাহিত্য পত্রিকার সভাপতি ডাঃ সিরাজুল ইসলাম ঢালী বলেন যে আমরা শুধু সাহিত্য অঙ্গনে বন্দি হয়ে নেই। আমরা গরিব মানুষের জন্য বিনা পয়সায় চিকিৎসা প্রদান বন্যা দূর্গতে মানুষের জন্য ত্রাণ দেওয়া বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে আমরা যুক্ত। বতর্মানে যে আর.জি. করের নিন্দনীয় ঘর্টনা ঘটেছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাই। অনেক কবি সাহিত্যিক এদিন গান কবিতার মাধ্যমে প্রতিবাদে মুখরিত হয়।