পিঙ্ক মোবাইল শুরু হলো হুগলী গ্রামীণ পুলিশের উদ্যোগে
বিশেষ প্রতিনিধি, সিঙ্গুর, হুগলী : বাংলার মহিলাদের নিরাপত্তা বৃদ্ধিতে হুগলি রুরাল পুলিশের একটি সক্রিয় পদক্ষেপ। চালু করা হলো পিঙ্ক মোবাইল৷ আজ সকালে দূর্গাপুর এক্সপ্রেসওয়ে এর রতনপুর ব্রিজে হুগলির পুলিশ সুপার শ্রী কামানসিস সেন, IPS 3 টি মোবাইল ভ্যান এবং 25 টি e cycyle এর উদ্বোধন করেছেন। এটি একটি নারী সুরক্ষা প্রকল্প। আমাদের এই উদ্যোগ পথচলতি সকল নারীদের, সরকারী, বেসরকারী সংস্থায় কর্মরত মহিলাদের এবং ডিজিটাল স্পেসে মহিলাদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। Domestic violence, Eve Teasing , Cyberbullying and Public Humiliation এর মতো অপরাধ প্রতিরোধের উপর দৃষ্টি রাখার পাশাপাশি পিঙ্ক মোবাইল প্রকল্পের লক্ষ্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা যেখানে নারীরা নির্ভয়ে রাস্তায় বার হবেন।
হুগলি গ্রামীন পুলিশের তিনটি মহকুমায় তিনটি পিঙ্ক মোবাইল ভ্যান কাজ করবে। এই মোবাইল ভ্যানগুলি শহর/ গ্রাম জুড়ে সতর্ক থাকবে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, গার্লস হোস্টেল, বিভিন্ন বাজার সহ যেখানে মহিলাদের সমাবেশ রয়েছে সেখানে সতর্ক থাকবে। প্রতিটি মোবাইলে একজন মহিলা পুলিশ অফিসার এবং দুজন মহিলা কনস্টেবল থাকবেন। এছাড়া 25 টি e cycyle এ মহিলা পুলিশ কর্মীরা বিভিন্ন এলাকায় টহলদারি করবে।9
তারা যখনই প্রয়োজন তখনই মহিলাদের পাশে থাকবে। যে কোন মহিলার পুলিশি সাহায্যের প্রয়োজনে 9147890375 নম্বরে ডায়াল করতে পারেন এবং পিঙ্ক মোবাইল অবিলম্বে ঘটনাস্থলে ছুটে যাবে। উদ্দেশ্য মহিলাদের নিরাপত্তা বাড়ানো। আসন্ন দুর্গা পূজার প্রাক্কালে এটি একটি উদ্যোগ যা পশ্চিমবঙ্গ পুলিশ তাদের মহিলা স্কোয়াডের মাধ্যমে মহিলাদের সাহায্য করার জন্য নিয়েছে৷
প্রতিবেদক : সেখ আব্দুল আজিম
তথ্যসূত্র : সৌরভ আদক (সম্পাদক, সিঙৃগুর টিভি নিউজ)