দুর্গাপুজোর কমিটিগুলিকে চেক প্রদান চন্ডীতলায়
প্রতিবেদক শেখ আব্দুল আজিম, চন্ডীতলা, হুগলী :
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অর্থানুকূল্যে দুর্গাপুজো কমিটিদের চেক প্রদান অনুষ্ঠান ও চন্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাথী খন্দকার এর উদ্যোগে, দুয়ের বিদ্যাসাগর কমিউনিটি হলে চেক প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চন্ডীতলা বিধানসভা কেন্দ্রের পুজো কমিটি গুলোকে আর্থিক অনুদান দেওয়া হয়। আর কয়েকদিনের অপেক্ষা বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো, তাই প্রতি বছরের ন্যায় এ বছরও রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন পুজো কমিটি গুলোকে ৮৫,০০০ আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।
এবার চন্ডীতলা বিধানসভার প্রায় ৩৬৪ টি পুজো কমিটি পাচ্ছে সরকারি অনুদান। এদিন চন্ডীতলা বিধানসভার চন্ডীতলা থানার পুলিশের সহয়তায় চন্ডীতলা বিধানসভা এলাকার পুজো কমিটিগুলিকে চেক প্রদান করা হয়।
রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, চন্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাথী খন্দকার, এছাড়া হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ডঃ সুবীর মুখার্জি, চন্ডীতলা ১ ও চন্ডীতলা ২ নং ব্লকের সভাপতি, চন্ডীতলা ১ ও ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, এসডিপিও চন্ডীতলা, এছাড়াও চন্ডীতলা থানার ভারপ্রাপ্ত আইসি জয়ন্ত পাল, মেজবাবু সোমদীপ পাত্র মহাশয় উপস্থিত ছিলেন।
চন্ডীতলা বিধানসভার প্রায় ৩৬৪টি পূজা কমিটির হাতে দুর্গা পুজোর চেক প্রদান করা হয়।