দূর্গা পূজার ষষ্ঠীর দিনে হাসি ফুটল প্রায় ২০ জন মোবাইল হারানো ব্যক্তির মুখে
চন্ডীতলা, হুগলী, ০৯ অক্টোবর ২০২৪ :
গত তিন মাস ধরেই একের পর এক মোবাইল হারানোর অভিযোগ আসছিল হুগলি গ্রামীণ পুলিশের চন্ডীতলা থানা তে, পরবর্তীকালে আসরে নামে পুলিশ এবং এই মোবাইল রিকভারির জন্য তৈরি হয় স্পেশাল টীম আর সেই টিম তদন্তে নামতেই মিললো সাফল্য।
গরলগাছার এক বাসিন্দা মোবাইল থেকে হঠাৎ করেই ৫৭ হাজার টাকা চলে যায় অর্থাৎ ব্যাংকে গিয়ে তিনি দেখেন যে তার অ্যাকাউন্ট পুরো ফাঁকা, তারপরে অভিযোগ দায়ের করেন চন্ডীতলা থানাতে
পরবর্তীকালে চন্ডীতলা থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ জয়ন্ত পালের নির্দেশে আসরে নামে পুলিশ
অবশেষে খোয়া যাওয়া ৫৭ হাজার টাকা, সেই ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া হলো,
এ’দিন সাংবাদিক সম্মেলন করে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন চণ্ডীতলার এসডিপ্রিয় তমাল সরকার এবং উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলী চন্ডীতলা থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ জয়ন্ত পাল, সাব ইন্সপেক্টর রথীন্দ্রনাথ ঘোষ, সাব-ইন্সপেক্টর সন্দীপ পাত্র, সহ একাধিক পুলিশ আধিকারিকগণ।।
প্রতিবেদক : সেখ আব্দুল আজিম
গ্রাফিক্স : সৌরভ আদক (CEO সিঙ্গুর টিভি নিউজ)