সকল প্রাণের ধাত্রী মা দুর্গা
নিজস্ব প্রতিনিধি, হুগলি : হুগলি জেলার গ্রাম গঞ্জগুলিতে প্যান্ডেল প্যান্ডেলে কচিকাঁচা থেকে বড়দের সর্বজনীন দুর্গাপূজা উপলক্ষে কাতারে কাতারে সাধারন মানুষ উপভোগ করলেন দুর্গা উৎসব।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উপেক্ষা করে নিত্য নতুন পোশাক পরে লাখো লাখো সাধারণ মানুষ চেটেপুটে উপভোগ করলেন সর্বজনীন দূর্গাপূজা উৎসব।
তেমনই ডানকুনি এছাড়াও চন্ডীতলা ১ নম্বর ব্লক, ২ নম্বর ব্লকের গ্রামের পূজা গুলিও কোন অংশে কম যায়নি শহরতলী থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুদান দেওয়া ৮৫ হাজার টাকা পেয়ে ভীষণ আপ্লুত সকলেই। অপরদিকে যে সমস্ত পূজা কমিটি অনুদান পাননি চাপা ক্ষোভ রয়েছে তাদের মধ্যে।
উল্লেখ্য হুগলি জেলার চন্ডীতলা থানার অন্তর্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পালপাড়া দুর্গা পূজা উপলক্ষে অনুদান পাননি। জানালেন প্রবীণ এবং ইয়াং জেনারেশন। পাশাপাশি তারা নবাবপুর গ্রাম পঞ্চায়েতো চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতি হুগলি জেলা পরিষদের কাছে অনুরোধ করেছেন আগামীতে তারা যদি এই অনুদান পান ভীষণ উপকৃত হবেন। পালপাড়ার কয়েকটি পরিবারের বাসিন্দা ভীষণ উপকৃত হবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও অনুরোধ করেছেন আগামীতে তারা অনুদান পেলে বড় করে প্যান্ডেল আলোকসজ্জা করবেন। পালপাড়ার সিংহভাগ সাধারণ মানুষ কৃষক এছাড়াও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সুদূর মুর্শিদাবাদ থেকে ঢাকিরা এসে মন জয় করলেন দর্শনার্থীদের।
বলাবাহুল্য সর্বজনীন দুর্গাপূজা ভালো ভাবেই সমাপ্তি হলো। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চন্ডীতলার বিধায়ক স্বাথী খন্দকার, এছাড়া ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম এবং ভাইস চেয়ারম্যান প্রকাশ লাহা ছাড়াও নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা সাঁতরা, উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক আপামর জনতাকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন।
চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ মহাশয় এছাড়া কর্মাধ্যক্ষ শেখ মোসরাফ আলী ছাড়াও ১ নম্বর ২ নম্বর ব্লকের সমস্ত কর্মাধ্যক্ষ সদস্য সদস্যা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতিবেদক : সেখ আব্দুল আজিম, গ্রাফিক্স : সৌরভ আদক ( CEO, সিঙ্গুর টিভি নিউজ)