এলাকায় জল দুর্নীতি, প্রধানের ইস্তফা দাবি
সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক, পশ্চিম মেদিনীপুর :
নতুন হয়েছে জলের কল। খাওয়া যাচ্ছে না সে কলের জল, বাজে নোংরা জল উঠছে কলে। ক্ষোভ গিয়ে পড়লো গ্রাম পঞ্চায়েত প্রধানের উপর।
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের বড় ডাবচা গ্রামে দিন পনের আগে শুরু হয়েছিল একটি জলের কাজ পাইপ লাইন সহ জলের কাজ। বাজেট ধরা ধরা হয়েছিল লক্ষাধিক টাকার। ঠিকাদারি সংস্থা অর্ধেক টাকারও কাজ না করে বাকি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ।
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের বড় ডাবচা গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য গড়বেতা তিন নম্বর ব্লক জুড়ে।
ভালো লেয়ারে কলটি না করে তড়িঘড়ি পুজোর মুখে বিল তোলার কারণেই এমনটা করা হয়েছে বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা।
পানীয় জলের অনুপযোগী এই কলটি দ্রুত ঠিক করারও আর্জি গ্রামবাসীদের।
এই বিষয়ে বিজেপির অভিযোগ ঠিকাদারি সংস্থা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ট হওয়ায় এই দুর্নীতি। মূল কান্ডারী যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সমস্ত কিছু দুর্নীতি চুরির মাথা তিনি অবিলম্বে তাকে পদ থেকে বহিষ্কার করা হোক। এই গ্রামটি একটু উঁচু দিকে অবস্থিত হওয়ায় জলের সমস্যা, এই গ্রামে বহুদিনের।
কিন্তু জলের সমস্যা মিটে যাবে এই স্বপ্ন দেখিয়েও পুজোর মুখে জল না খেতে পেয়ে ক্ষোভের মুখে পুরো গ্রাম।
ঘটনাটিতে মুখে কুলুপ প্রশাসন থেকে স্থানীয় শাসকদল। এলাকায় ক্ষোভ।