শিশু কন্যা দিবসে বৃক্ষ রোপন করে দৃষ্টান্ত স্থাপন
সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক : নদীয়া জেলার রাণাঘাট পুন্যনগর হাইস্কুলে শিশুকন্যা দিবসে বৃক্ষ রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন চিন্ময়ী চ্যাটার্জী, ছবি অধিকারী ও সংযুক্তা সরকার।
বঙ্গমাতা মহিলা কল্যাণ সমিতি এবং অন্তর বিক্ষণের সদস্যাদের নিয়ে চালিয়ে যাচ্ছেন।
গাছ সাভাবিক ভাবেই জন্ম নেয় বিভিন্ন ঋতুতে সারা বৎসর । ঠিক সেই ভাবেই চুঁচুড়া গ্লোবাল গ্রীন ফোর্স এর সদস্যরা সারা বৎসর এমন কি দিনে সময় না পেলে রাতেও গাছ লাগায় ।
যাদের নতুন বাড়িতে গৃহ প্রবেশ হয় , সেখানে তপতি মাইতি চারটি গাছ নিয়ে পৌছে যায়।গৃহ প্রবেশ এর সঙ্গে সঙ্গে ac মেসিন না কেনে হাত জোড় করে অনুরোধ করে আসেন।
শুধু হুগলী জেলা নয় , সূদূর সুন্দর বন থেকে আরম্ভ করে ,ছত্রীশ গড় , পুরুলিয়া , বাঁকুড়া , গড়বেতা রামকৃষ্ণ মিশনে ,ঝাড়গ্রাম ও সারেঙ্গা তাল সারি প্রজেক্টে কাজ করেন। গাছ পাগল মানুষ ।
পরিবেশে শুদ্ধ করণের বার্তা
ছড়িয়ে দেন , প্লাস্টিক বর্জন ও জল সংরক্ষণের উপড়ে আলোচনা চক্রে বক্তব্য রাখেন। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে ডেঙ্গু ম্যালেরিয়া সচেতনতা বৃদ্ধি ও থ্যালাসেমিয়া নিয়ে পাড়ায় পাড়ায় সার্ভে করে থাকেন।
বর্তমান বছর নিয়ে এই পর্যন্ত প্রায় ৫০০০গাছ লাগিয়েছেন ও বিতরণ করেছেন ।
প্রতিনিয়ত গাছের পরিচর্যা করে থাকেন।
নিজ জমিতে প্রায় ১০কাঠা বৃক্ষ রোপন করে ফলের বাগান তৈরি করেন।
বিদ্যালয়ে বিদ্যালয়ে গাছ বসিয়ে শিশু দের মনে পরিবেশ বান্ধব মনোভাব তৈরি করেন।
তথ্যসূত্র : সাহেব দাস, গ্রাফিক্স : সৌরভ আদক