হারিয়ে যাওয়া সোনার অলংকার ফেরালো পুলিশ
সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক, ৫ নভেম্বর, ২০২৪ : সোমবার সকাল আনুমানিক ১০ টা নাগাদ জাঙ্গিপাড়া থানার বোমনগর নিবাসী সোমা মালিক তার পাঁচ বছরের মেয়েকে নিয়ে থানাতে এসে কর্তব্যরত টেবিল ডিউটি অফিসার কে জানান টোটো করে বাপের বাড়িতে যাওয়ার সময় জাঙ্গিপাড়া বাজারে তার একটি ব্যাগ ফেলে নেমে পড়েন যেটিতে তার সোনার অলংকার ছিল।
অনেক খোঁজাখুঁজির পরও সে ব্যাগটি পায়নি। সেই কারণে মহিলাটি আতঙ্কিত হয়ে সে তার বাপের বাড়ি এবং শশুর বাড়ি কোন জায়গাতেই যেতে পারেনি, এরপর জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল রাজের নির্দেশে দ্রুত তদন্ত শুরু হয় এবং দু’ঘণ্টার মধ্যে সিসিটিভি দ্বারা সনাক্তকরণের মাধ্যমে হারিয়ে যাওয়া সোনার গয়না সহ ব্যাগটি উদ্ধার করে ঐ অসহায় গৃহবধূর হাতে তুলে দেওয়া হয়। যাহার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। জাঙ্গিপাড়া পুলিশের এই তৎপরতা দেখে সোমা মালিক তথা এলাকার সাধারণ মানুষ অত্যন্ত খুশি।