হারিয়ে যাওয়া ব্যক্তিকে ফেরালো হুগলী গ্রামীণ পুলিশ
সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক, গোঘাট, হুগলী : শনিবার সকাল থেকে একজন ব্যক্তি কে উদ্দেশ্যহীন ভাবে গোঘাট থানার অন্তর্গত কামারপুকুর চটিতে ঘুরতে দেখা যায়।
বিশদ জিজ্ঞেস করতে সে না নিজের নাম না ঠিকানা বলতে পারে। পরবর্তীকালে সঙ্গে থাকা কিছু পরিচয় পত্র এবং কিছু অসংলগ্ন কথাকে বুঝে নিয়ে জানা যায় যে ব্যক্তিটির নাম আজমল শেখ, বয়স ৪৫ বছর, বাবার নাম মাজন আলী, বাড়ি মথুরাপুর, থানা -সাগরদিঘী, জেলা- মুর্শিদাবাদ। কামারপুরপুকুর চটি থেকে উদ্ধার করা হয়েছে, যে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল।
এরপর তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আসতে অনাগ্রহ প্রকাশ করেন। কামারপুকুরে কর্মরত তার প্রতিবেশীর সাথে যোগাযোগ করা হয় এবং তার সহায়তায় আমরা তাকে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছি। উল্লিখিত ব্যক্তিকে তার প্রতিবেশী হায়দার আলী ও গোঘাট থানার একজন পুলিশ সহায়কের সাথে তার বাড়িতে পাঠানো হয়েছে।