হুগলীর সিঙ্গুর থানা ফেরালো হারিয়ে যাওয়া ৩০টি মেবাইল
সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক, সিঙ্গুর, হুগলী :
শিশু দিবস অর্থাৎ ১৪ নভেম্বর ২০২৪ শুক্রবার হুগলি গ্রামীণ জেলা পুলিশের অন্তর্গত সিঙ্গুর থানার সাইবার হেল্প ডেস্ক ৩০ টা হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল ।
এই “ফিরে পাওয়া” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিওয়াইএসপি হেড কোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী, সিঙ্গুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর সুদীপ্ত সাধুখাঁ এছাড়াও হুগলীর সিঙ্গুর থানার অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিক’রা।
গত এক মাস ধরে সিঙ্গুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে সিঙ্গুর থানার সাইবার হেল্প ডেস্ক এই বিশেষ অভিযান চালায় ও উদ্ধার করা হয় এই ফোন গুলি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করে আনা এই ফোন গুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় ।
হারানো ফোন ফিরে পেয়ে সবাই খুব খুশি ও তারা আন্তরিক ধন্যবাদ জানান সিঙ্গুর থানার এই উদ্যোগ কে।