তোলাবাজির অভিযোগ খোদ উত্তরপাড়ার চেয়ারম্যানের বিরুদ্ধে
নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর টিভি নিউজ, উত্তরপাড়া, হুগলী :
একই যাত্রায় পৃথক ফল!এবার তোলাবাজির অভিযোগ উঠলো উত্তরপাড়ার চেয়ারম্যানের বিরুদ্ধে। মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪ সকালে উত্তরপাড়া পৌরসভার অমর নাথ রোডে উচ্ছেদ অভিযান কে কেন্দ্র করে পথ অবরোধ হয়। খোদ চেয়ারম্যানের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ স্থানীয়দের একাংশের।
এদিন সকালে অমর নাথ রোডে এক বৃদ্ধা দীর্ধ ৩০ বছরের ধরে এক গুমটি তে ব্যাবসা করেন কোর্টের নির্দেশে সেই গুমটি তোলার জন্যে পৌরসভা যেসিপি পাঠায় সেখানে উত্তরপাড়া থানার পুলিশ ও উপস্থিত হন। এলাকার লোকেরা তখন প্রতিরোধ গড়ে তোলে তারা জানান, ওই গুমটি লাগোয়া একটি বিরিয়ানির বড়ো দোকান যার ফুড লাইসেন্স নেই, যেই দোকানের শিরি পৌরসভার রাস্তা অব্ধি নেমে এসেছে সেই দোকানের বিরুদ্ধে পৌরসভা কোনো ব্যবস্থা নেয় না; এমন কি পৌরসভায় অভিযোগ করতে গেলে অভিযোগ ও নেন না পৌরসভা কর্তৃপক্ষ,অভিযোগ ওই হোটেলে মালিক পক্ষ গা জোয়ারি করে ব্যাবসা করেন বিরিয়ানির হাঁড়ি রাস্তা অব্দি নেমে আসে।
এমন কি সিঁড়ি ও পৌরসভার রাস্তায় কিছু বললে মালিক পক্ষ নাকি দাবী করেন, পৌরসভা কে টাকা দিয়েছি চেয়ারম্যান কে টাকা দিয়েছি আপনারা কিছু করতে পারবেন না। এহেন দ্বিচারিতায় স্থানীয় রা পথ অবরোধ করেন তারা আরও দাবী করেন কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও একাধিক বেআইনি নির্মাণের বিরুদ্ধে পৌরসভা কোনো ব্যবস্থা নেয় না, পুঁজি পতিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না তাহলে কেনো এই ৭০ উর্দ্ধ বৃদ্ধার বিরুদ্ধে পৌরসভা সরব।
যদিও উত্তরপাড়ার চেয়ারম্যান জানান, কোর্টের নির্দেশে এই উচ্ছেদ অভিযান,তোলাবাজির অভিযোগ অস্বীকার করেন এবং জানান যদি তার কাছে কেও এইরকম অভিযোগ করেন তাহলে যে এইরকম কথা বলছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিরোধী রা কিন্তু এই বিষয় কে হাতিয়ার করতে ছাড়েনি। বিজেপির মকন্ডল সভাপতি সঞ্জয় বনিক জানান, “উনার বিরুদ্ধে একাধিক অনিয়ম ও তোলাবাজির অভিযোগে আমরা উনাকে এর আগেও ডেপুটেশন দিয়েছি। আমি দেখিয়ে দিতে পারি উত্তরপাড়ায় একাধিক অবৈধ নির্মাণ যা কোর্টের নির্দেশ থাকার পরেও পৌরসভা নির্বিকার আর ওই গরিব বৃদ্ধা ফুটপাতে জীবিকা রোজকার করছেন তাকে উচ্ছেদের চেষ্টা আর পাশের বড়ো হোটেলের শিরি পৌরসভার রাস্তায় নেমে এসেছে অথচ পৌরসভা নির্বিকার। এর থেকেই প্রমাণিত হয় চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি।”