হুগলী গ্রামীণ পুলিশের তৎপরতায় পুলিশের ফাঁদে ধান চোর
সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক, হরিপাল, হুগলী :
গত ইং ৪ঠা ডিসেম্বর, ২০২৪ তারিখে হরিপাল থানার অন্তর্গত চিত্রশালী গ্রামের বাসিন্দা কাদের হোসেন, হরিপাল থানায় একটি অভিযোগ করেন যে গত ২৫নভেম্বর তারিখে তাহার ২০ বস্তা ধান চিত্রশালী গ্রামের আমরা কজন সংঘ ক্লাব এর কাছে রাখা ছিল, সেই ধান গুলি চুরি হয় যায় এবং পাশের একটি সিসিটিভি ফুটেজ এ দেখা যায় যে ধান গুলি একটি পিক আপ ভ্যান এ কিছু দুষ্কৃতী নিয়ে যাচ্ছে।
উক্ত অভিযোগ এর ভিত্তি তে হরিপাল থানার কেস নম্বর 731/24 Dt- 04.12.2024 u/s- 303 (2) BNS এ একটি মামলা রজু করা হয়।
বিষয় টি খতিয়ে দেখা হয় এবং তদন্তে নেমে হরিপাল থানার পুলিশ, শেখ মুজাহিদ পিতা – শেখ আনসার আলী, সাং – মেসেরা, থানা – হরিপাল, জেলা – হুগলি এবং অরুন ভূমিজ পিতা – রতন ভূমিজ, সাং – বেলমুড়ি কদমতলা, থানা – ধনিয়াখালী, জেলা – হুগলী এর নামে ২ জন সন্দেহজনক ব্যাক্তি কে আটক করে এবং তাদের কে জিজ্ঞাসাবাদ করার ফলে তাদের কথা অনুযায়ী উক্ত বোলেরো পিক আপ ভ্যান উদ্ধার করা হয় ধনিয়াখালী থানার অনর্গত বেলমুড়ি কদমতলা গ্রামের একটি বাঁশ বাগান থেকে এবং ২০ বস্তা ধান উদ্ধার করা হয় দাদপুর থানার অন্তর্গত মাহেশ্বরপুর মোড়ের একটি গোডাউন থেকে।
উক্ত ২ দুষ্কৃতীরা স্বীকার করে যে তারা দীর্ঘ দিন ধরে এই কাজে যুক্ত এবং বিভিন্ন জায়গা থেকে ধান চুরি করে উক্ত গোডাউনে বিক্রি করার উদ্দেশ্য তারা জমিয়ে রাখতো।
কেসের তদন্ত চলছে।।