singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: ২৪ কেটি পাকিস্তানির অস্তিত্ব সংকটে! নালিশ রাষ্ট্রপুজ্ঞে
singurtv.insingurtv.in
  • Business
  • Industry
  • Politics
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
অন্যান্যদেশ

২৪ কেটি পাকিস্তানির অস্তিত্ব সংকটে! নালিশ রাষ্ট্রপুজ্ঞে

Singur TV Desk
Last updated: May 25, 2025 9:45 pm
By Singur TV Desk 4 Min Read
Share
SHARE

২৪ কেটি পাকিস্তানির অস্তিত্ব সংকটে! নালিশ রাষ্ট্রপুজ্ঞে

সিঙ্গুর টিভি নিউজ ওয়েবডেস্ক : ভারত এবার আন্তর্জাতিক আইনের কোনোরকমের তোয়াক্কা না করে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। এর ফলে ২৪ কোটি পাকিস্তানির অস্তিত্ব হারাতে পারেন, এমনই রাষ্ট্রসংঘে নালিশ জানাল পাকিস্তান। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক মঞ্চকে গোটা বিষয়টির দিকে নজর রাখতে এবং প্রয়োজনে পদক্ষেপ করার আর্জি জানিয়েছে ইসলামাবাদ।

গত ২২শে এপ্রিল পহেলগাঁও এ নিরীহ ভারতীয় পর্রযটকদের ওপর জঙ্গি হামলার পরে ভারত একাধিক কঠোর সিদ্ধান্ত নিয়েছে, যা কোনেও দেশ কখনো নেয়নি। বাতিল করেছে সিন্ধু চুক্তি। এই চুক্তি ১৯৬০ সালে সংগঠিত হয়, তাতে সিন্ধু নদ ও তার পাঁচ উপনদীর জল ভারত ও পাকিস্তানের মধ্যে বন্টিত হয়। চুক্তি স্থগিত হয়ে পাকিস্তানমুখী নদীগুলির জল ছাড়া, বাঁধ দেওয়া ইত্যাদি একাধিক বিষয়ে শর্ত লঙ্ঘণ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।

শুক্রবার রাষ্ট্রসংঘের বৈঠকে একদম অসহায়ের মতো কাতুর অবস্থা হয় পাকিস্তানের প্রতিনিধিদের। কাতর অনুরোধ করেন, যাতে বড়সড় কোনোরকম মানব বিপদ না হয়। পাক প্রতিনিধি উসমান জাদুন বলেন, চুক্তি স্থগিতের সিদ্ধান্ত মানবাধিকার আইন এবং যাবতীয় আন্তর্জাতিক আইনের বিরোধী। আমরা ভারতের এই বেআইনি ঘোষণার তীব্র বিরোধিতা করছি। ভারত যেন কঠোর ভাবে চুক্তির শর্ত মেনে চলে। কোনও ভাবেই যেন ওই সমস্ত নদীর জল বন্ধ বা গতিপথ পরিবর্তন না-করা হয়। ২৪ কোটি পাকিস্তানির জীবনরেখা এই নদী। এমন পদক্ষেপ আমরা কখনই মেনে নেব না।” ইসলামাবাদের আরও অভিযোগ, ভারতের রাজনৈতিক নেতৃত্ব জলকে অস্ত্রের মতো করে ব্যবহার করছে। উসকানি মূলক বেশ কিছু বক্তব্য উল্লেখ করেন পাক প্রতিনিধি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না।

প্রসঙ্গত, সিন্ধু জলচুক্তি বাতিল না করার আর্জি নিয়ে সম্প্রতি ভারত সরকারকে চিঠি লিখেছে ইসলামাবাদ। তাদের দাবি, এই চুক্তি বাতিলের ফলে অভূতপূর্ব সংকটের পরিস্থিতি পাকিস্তানে। কোথাও জলকষ্ট, কোথাও বন্যা পরিস্থিতি। দেশের বিস্তীর্ণ এলাকায় দেশবাসীর শুকিয়ে মরার অবস্থা। এই সংকট থেকে বাঁচতে ভারতের কাছে কাকুতি-মিনতি করছে পাকিস্তান। তবে পড়শি দেশের হাজার অনুরোধেও চিড়ে ভিজবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। কয়েকদিন আগেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত। যতদিন না সীমান্ত-সন্ত্রাস বন্ধ করবে পাকিস্তান, ততদিন এই চুক্তি বাতিল থাকবে।”

পহেলগাঁও হামলা, অপরেশন সিঁদুর নিয়ে পাকিস্তান যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে সেনিয়ে এদিন হরিশ বলেন, “পাকিস্তানের প্রতিনিধি অপপ্রচার করছেন। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসীদের মদত দেয় তারা। যার জবাব দেওয়া হয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে। কিন্তু সেই সময়ও ভারত যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে। কোনও পাক নাগরিককে টার্গেট করা হয়নি। কিন্তু পাকিস্তান তা করেনি। ওরা আমাদের সীমান্তবর্তী গ্রামে হামলা চালিয়েছে। এই সন্ত্রাসবাদ দমন না করলে গোটা বিশ্ব এর ফল ভুগবে।”

পালটা রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী হরিশ বলেন, “পাকিস্তানের উপর আস্থা রেখে, বিশ্বাস করে ৬৫ বছর আগে ভারত এই চুক্তি করেছিল। যার প্রস্তাবনায় বলা করা হয়েছিল, চুক্তিটি সদিচ্ছা ও বন্ধুত্বের উপর ভিত্তি করে সম্পাদিত হয়েছে। কিন্তু পাকিস্তানে সেই বিশ্বাস, বন্ধুত্বের মর্যাদা রাখেনি। প্রায় সাড়ে ছয় দশক ধরে পাকিস্তান এই চুক্তির অবমাননা করেছে। ভারতের বুকে ৩টি যুদ্ধ ও হাজার হাজার জঙ্গি হামলা চালিয়েছে পাক সন্ত্রাসীরা। গত চার দশক ধরে ২০ হাজারের উপর নিরীহ ভারতীয় এই সন্ত্রাসবাদের শিকার হয়েছেন। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও হামলা পাকিস্তানের নৃশংসতার প্রমাণ।”

পাকিস্তানের অনুরোধে সংঘর্ষবিরতিতেও সায় দেয় দিল্লি। কিন্তু সংঘর্ষবিরতিতে সায় দিলেও সিন্ধু জলচুক্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। জল এখন কতদূর গড়ায় সেদিকেই নজর গোটা বিশ্বের। আন্তর্জাতিক স্তরে ভারতই একমাত্র দেশ, যে তার দেশবাসীর জন্যে সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে সিহদস্ত।

 

You Might Also Like

গুরুপূর্ণিমার মাহাত্ম্য জানুন ও নিজেকে বদলে ফেলুন, জানুন বিশেষ নিয়মাবলী ও মাহাত্ম্য 

উত্তরাখন্ডে হেলিকপ্টার দুর্ঘটনা, মৃত্যু ৭ জনের

বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু ১ কোটির আর্থিক সাহায্য করবেটাটা

বিশ্বের সর্বোচ্চ রেলসেতু এখন ভারতের মুকুটে এক গর্বের পালক, নাম চেনাব ব্রিজ

শ্রীরমপুর ল ক্লার্ক অ্যাসোসিয়েশন এবং হুগলি সেভ ট্রি সেভ ওয়াল্ড সংগঠনের পক্ষ থেকে শ্রীরামপুর আদালত ময়দান চত্বরে বিশ্ব পরিবেশ দিবস উৎযাপন

TAGGED:india pak warnarendramodipakprime minister
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article গঙ্গায় স্নানে গিয়ে তলিয়ে গেলেন তিন কিশোর কিশোরী
Next Article রাজ্যের শাসক দলের কট্টর বিরোধী বিকাশরঞ্জনের তৃণমূল বন্দনা! তাড়াতাড়ি পাশ বসবেন, কটাক্ষ বিজেপি’র

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

কোন্নগর কানাইপুরে তৃনমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুষ্কৃতিরা
পশ্চিমবঙ্গ
পোশাকের আড়ালে মানবিক মুখ চন্ডীতলা থানার
খবর
শ্রমিক স্বার্থ বিরোধী সরকারের বিরুদ্ধে ৯ই জুলাইয়ের ধর্মঘটকে সফল করতে বিরাট কেন্দ্রীয় মিছিল জলপাইগুড়িতে
পশ্চিমবঙ্গ
ছদ্মবেশী ইডি অফিসার অভিযুক্ত শেখ জিন্না সাথে বিভিন্ন মন্ত্রীর ছবিতে আলোড়ন
পশ্চিমবঙ্গ
singurtv.in

Latest Bengali News from Singur, Politics, State, National and International.

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form id=”55″]

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?