এখান দিয়ে কোনো বাস যায় না। কোনো বাসরুট নেই। কিন্তু যেহেতু আমাদের সরকার অত্যন্ত ধনী তাই দোতলায় সাইকেল মেরামতের দোকান করার মতো এই কল্যাণী এক্সপ্রেসওয়ের এই জায়গায় বাসস্ট্যান্ড করে রেখেছে।
প্রতি বাসস্ট্যান্ডের মতো এখানেও ছবিটা আছে। কেউ ফুলের মালা দেয় না বলে প্রকৃতি নিজের হাতে বনলতার মালা পরিয়ে দিয়েছে।
@কল্যাণী এক্সপ্রেসওয়ে, হালিশহর।