কোন্নগর কানাইপুরে তৃনমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুষ্কৃতিরা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কানাইপুর অটো স্ট্যান্ডে।
নিজস্ব প্রতিনিধি, কোন্নগর, হুগলী, ৩০ জুলাই ২০২৫ :
কোন্নগর কানাইপুরে তৃনমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুষ্কৃতিরা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কানাইপুর অটো স্ট্যান্ডে।
জানা গেছে কানাইপুর পঞ্চায়েত তৃনমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না কানাইপুর অটো স্ট্যান্ডে তার গ্যাসের অফিস থেকে বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন এদিন সন্ধায়।হঠাৎ ই দুষ্কৃতিরা তার উপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে।ঘটনায় হতচকিত হয়ে যায় ঘটনার প্রতক্ষ দর্শীরা।
পাশেই কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
সেখান থেকে কলকাতায় পাঠানো হয়।
পিন্টু চক্রবর্তী কানাইপুর ব্যবসায়ী সমিতিরও সভাপতি।তার উপর এমন আক্রমনে আতঙ্কিত ব্যবসায়ীরা।
ব্যবসায়ী সমিতির সম্পাদক শিবচন্দ্র দে বলেন,সন্ধায় নিজের অফিসের সামনে দুষ্কৃতি হামলার শিকার হন পিন্টু চক্রবর্তী।তার একটা হাত কেটে পরে যায়।এই ঘটনায় আমরা ব্যবসায়ীরা ভয়ে রয়েছি।
খবর পেয়ে প্রথমে কানাইপুর ফাঁড়ি পুলিশ,উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়।আসেন ডিসিপি শ্রীরামপুর অর্নব বিশ্বাস।
কি কারনে তৃনমূল সদস্যকে দুষ্কৃতিরা আক্রমন করল তা এখনো স্পস্ট নয়।
কারা তাকে মারতে এলো তা খতিয়ে দেখছে পুলিশ।
কানাইপুরে যেখানে এই ঘটনা সেখানেই রয়েছে মদের দোকান।নানা ধরনের লোক সেখানে আসে রাত হলেই।
পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।