সিঙ্গুর থানার মানবিক মুখ: পথভ্রষ্ট মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পুলিশ
সিঙ্গুর টিভি নিউজ ওয়েবডেস্ক, সিঙ্গুর,৩রা অক্টোবর,২০২৫ : সিঙ্গুর থানার পুলিশ শুক্রবার এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করল। এ’দিন দুপুর ৩টে নাগাদ সিঙ্গুর থানার এএসআই প্রণব কর্মকার বাবু এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে সিঙ্গুর থানার নান্দা এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছেন বলে খবর পান।
তৎক্ষণাৎ তিনি বিষয়টি থানার বড়বাবু কে জানান এবং ওনার নির্দেশ মতো ব্যক্তিটি কে সুরক্ষার জন্য থানায় নিয়ে আসেন।
পরবর্তীতে বিভিন্ন সূত্র ও তথ্য যাচাইয়ের মাধ্যমে ব্যক্তিটির পরিচয় নিশ্চিত করা হয়। জানা যায়, ব্যক্তিটির নাম বিজয় দাস পিতা স্বর্গীয় রিশু দাস। উনি হুগলী জেলার জাঙ্গিপাড়া থানার রামপারা এলাকার বাসিন্দা। পরিবারের মতে, উনি সকালে উদ্দেশ্যহীন ভাবে বাড়ি থেকে বেড়িয়ে যান।
পুলিশ প্রশাসনের তৎপরতায় তার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয় এবং সব ধরনের যাচাই-বাছাই শেষে ব্যক্তিটিকে তার পরিবারের হাতে সুরক্ষিতভাবে তুলে দেওয়া হয়।
সিঙ্গুর থানার এই মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের প্রশংসা কুড়িয়েছে। তাঁরা কুর্নিশ জানিয়েছেন থানার বড়বাবু মাননীয় সুদীপ্ত সাধুখাঁ মহাশয় এবং অফিসার প্রণব কর্মকার সহ অন্যান্য পুলিশকর্মীদের।



