রাজবলহাট ও ফুরফুরায় পুলিশের অভিযান, ১১০ কেজি শব্দবাজি উদ্ধার, গ্রেফতার ২
সিঙ্গুর টিভি নিউজ ওয়েভডেস্ক : দীপাবলির আগে অবৈধভাবে শব্দবাজি মজুত ও বিক্রি রুখতে তৎপর হল হুগলি গ্রামীন জেলা পুলিশের অন্তর্গত জাঙ্গিপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে জাঙ্গিপাড়া থানার পুলিশ শনিবার রাজবলহাট -I গ্রামপঞ্চায়েতের রাজবলহাট বাজার এবং ফুরফুরা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত হরিহরপুর গ্রামে একযোগে অভিযান চালায়।
অভিযানের সময় দু’জনকে গ্রেফতার করা হয় — বিশ্বজিৎ ধাড়া (বয়স ৪৫) ও সেখ সাজাহান (বয়স ৩০) । তাদের হেফাজত থেকে প্রায় ১১০ কিলোগ্রাম বিভিন্ন ধরনের শব্দ উৎপাদক আতসবাজি উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় দুটি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে এবং গ্রেফতার দু’জনকে শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হবে।
দীপাবলির আগে এই অভিযানকে পুলিশ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা হিসেবে দেখছে, যাতে এলাকায় শব্দবাজির ব্যবহার ও মজুত রোধ করা যায়।


