কালীপুজো উপলক্ষ্যে দাদপুর থানার উদ্যোগে প্রশাসনিক সমন্বয় সভা
সিঙ্গুর টিভি নিউজ ওয়েভডেস্ক :
কালী পূজা এবং দেওয়ালি আসন্ন। এই উৎসব গুলিতে শান্তি-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ, ডিজে বাজানো নিষিদ্ধ এবং শব্দবাজি বাজি ফাটানোর নিষেধাজ্ঞা ইত্যাদি বিষয়ে দাদপুর থানার একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে আজকে হুগলি গ্রামীণ পুলিশের অধীন দাদপুর থানার পরিচালনায় একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী, সি আই ধনিয়াখালী এবং দাদপুর থানার ওসি, স্টেশন ম্যানেজার , ডাবলু বি এস ই ডি সি এল দাদপুর শাখা, চুঁচুড়া ফায়ার ব্রিগেডের ওসি এবং দাদপুর থানার ১২২টি সার্বজনীন এবং বাড়ির পূজা কমিটিগুলির কর্মকর্তাদের উপস্থিতিতে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ আধিকারিকগণ সরকারি নিয়ম-কানুন উপস্থিত পুজো কমিটির কর্মকর্তাদের মেনে চলার অনুরোধ করেন। বিদ্যুৎ দপ্তর এবং ফায়ার সার্ভিসের অফিসাররা বিভিন্ন বিধি নিষেধ সভায় সকলকে জানান। সরকারী নিয়ম মোতাবেক সমস্ত পুজো কমিটি গুলিকে আগামী ২২ শে অক্টোবরের মধ্যে কালী ঠাকুরের বিসর্জন থানাকে জানিয়ে করার জন্য বলা হয়েছে। আধিকারিকবৃন্দ আরো পুজোর কর্মকর্তাদের জানিয়ে দেন, কোন মণ্ডপে বা বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বাজানো যাবে না। নিয়ম মেনে মাইক্রোফোন ব্যবহার করতে হবে।
দাদপুর থানার ওসি পুজোর দিনগুলিতে এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণ এবং পুলিশি ব্যবস্থা উপস্থিত সকলকে জানান এবং মণ্ডপ গুলিতে কালী ঠাকুরের প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষার জন্য রাত্রিবেলায় স্বেচ্ছাসেবক রাখার অনুরোধ করেন।


