চায়ের কাপেই জনতার কথা—তারকেশ্বরে পুলিশ-মানুষের সেতুবন্ধন
সৌরভ আদক, তারকেশ্বর, হুগলী, সিঙ্গুর টিভি নিউজ :
তারকেশ্বরে জনসংযোগ বাড়াতে চায়ের ঠেকে পুলিশ! সাধারণ মানুষের সমস্যায় সরাসরি কান দিলেন আইসি
তারকেশ্বর: জনসংযোগ বাড়াতে অভিনব উদ্যোগ তারকেশ্বর থানার। চাউলপট্টির চায়ের ঠেকে বসেই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বললেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক। এলাকাবাসীর নানা সমস্যা, অভিযোগ ও দাবি একে একে শোনেন তিনি।u

স্থানীয়দের অভিযোগ—রাস্তার ভাঙা স্পিডব্রেকার, দ্রুত নতুন স্পিডব্রেকারের প্রয়োজন এবং গাড়ি নিয়ন্ত্রণের জন্য আরও নজরদারির দাবি। এসব বিষয় খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন আইসি।

মানুষকে যেকোনো সমস্যায় নির্ভয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করার বার্তাও দেন তিনি। থানা-পুলিশের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমিয়ে আনার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তারকেশ্বরবাসী।
এখন নজর সবার—এই অভিযোগ ও দাবিগুলির দ্রুত বাস্তবায়নে পুলিশের ভূমিকা কতটা কার্যকর হয়।




