অর্নেট এডুকেশনের উদ্যোগে তারকেশ্বরে ‘ভিশন ব্রাইট’ সেমিনার, ক্যারিয়ার গঠনে দিশা পেল পড়ুয়ারা
সৌরভ আদক, চিত্র : সাহেব দাস, তারকেশ্বর, হুগলী : উচ্চতর শিক্ষার পর ছাত্রছাত্রীদের কেরিয়ার গঠনে সঠিক দিশা দেখানো ও অনুপ্রাণিত করার লক্ষ্যেই হুগলির তারকেশ্বরে অনুষ্ঠিত হলো ‘ভিশন ব্রাইট’ সেমিনার।
অর্নেট এডুকেশনের উদ্যোগে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সেমিনারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় মজুমদার সহ অর্নেট এডুকেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
এছাড়াও তারকেশ্বর উচ্চ বিদ্যালয়, তারকেশ্বর মহাবিদ্যালয় সহ এলাকার একাধিক স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা এই কেরিয়ার গাইডেন্স সেমিনারে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে কেরিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষার সুযোগ, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ নিয়ে বিশেষভাবে আলোকপাত করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রছাত্রীদের সঠিক দিশা দেখাতে ভবিষ্যতেও এই ধরনের শিক্ষা ও কেরিয়ার বিষয়ক সেমিনার আয়োজন করা হবে।

Tarkeshwar High School-এ Ornet Education-এর উদ্যোগে Vision Bright Seminar। উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে দিশা পেল পড়ুয়ারা


