তারকেশ্বরের বুকে শুরু হলো প্রথম স্কুল লিগ, আইপিএল ধাঁচে অভিনব উদ্যোগ
তারকেশ্বর, হুগলী:
হুগলির তারকেশ্বরে প্রথমবারের মতো শুরু হলো স্কুল লিগ, যা সম্পূর্ণ আইপিএল-এর আদলে আয়োজন করা হয়েছে। এই লিগে কোনও স্কুল যদি পরপর তিন বছর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, তাহলে ট্রফিটি স্থায়ীভাবে সেই স্কুলের হাতেই থাকবে—এমনই অভিনব নিয়ম রাখা হয়েছে আয়োজকদের তরফে।
এই লিগে পথচলা শুরু করল পারুল জি হাই স্কুল এবং তারকেশ্বর বিদ্যামন্দির—দুটি স্কুল মিলিয়ে মোট দু’টি টিম নিয়ে। আয়োজকরা আশাবাদী, আগামী দিনে আরও একাধিক স্কুল এই লিগে অংশগ্রহণ করবে এবং প্রতিযোগিতার পরিসর আরও বাড়বে।
শুধু খেলাধুলা নয়, ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের কথা মাথায় রেখে প্রতি মাসের শেষ রবিবার আয়োজন করা হবে কুইজ প্রতিযোগিতা। আয়োজকদের বক্তব্য, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি।
এই স্কুল লিগের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আয়োজক জানালেন, অনেকদিনকার স্বপ্ন ছিলো বাচ্চাদেরকে নিয়ে খেলাবো, আজকে স্বপ্নটা পূরণ হলো, এই ম্যাচ খেলার ২০২৩ সালের ২৯শে মার্চ থেকে শুরু করি।তারকেশ্বর এর বুকে প্রথম আমরা স্কুল লিগ শুরু করছি।
এই বছর যারা জিতবে, নেক্সট বছর ওই ট্রফিটাই আবার ক্যারি করা হবে।পর পর কোনো স্কুল ৩ বছর ট্রফি জিতে যায়, তাহলে তার কাছেই ট্রফিটি রয়ে যাবে। তারকেশ্বর এর অনেক স্কুলের কাছে আবেদন করেয়ছিলম, শেষ পর্যন্ত ২টি টিম কেবলমাত্র অংশগ্রহণ করে।



#TarakeswarSchoolLeague #HooghlyNews #SchoolLeague #IPLStyle #SchoolCricket #Tarakeswar #EducationAndSports #YouthSports

