সিঙ্গুরের বড়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির ডেপুটেশন, সাধারণ মানুষের ১০ দফা দাবি পেশ
সিঙ্গুরের বড়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির ডেপুটেশন, সাধারণ মানুষের ১০ দফা দাবি পেশ
সিঙ্গুর, হুগলি:
সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বড়া গ্রাম পঞ্চায়েত অফিসে ভারতীয় জনতা পার্টির সিঙ্গুর মণ্ডল–৪ ইউনিটের পক্ষ থেকে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যাকে সামনে রেখে একটি ডেপুটেশন দেওয়া হল। বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনের কাছে মোট ১০ দফা দাবি পেশ করা হয়।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষ নানাবিধ নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেই কারণেই এই ডেপুটেশনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
ডেপুটেশনে যে দাবিগুলি তুলে ধরা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য,’ঠিকাদারদের প্রাপ্য অর্থ দ্রুত পরিশোধ,
নিরানি খাল ও আনকুনি খালের সংস্কার,
এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও পথের নির্মাণ ও মেরামত, প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ প্রদান,
এবং পঞ্চায়েত স্তরে দুর্নীতি ও হয়রানি বন্ধের দাবি।
বিক্ষোভ কর্মসূচিতে বিজেপি কর্মী ও সমর্থকেরা ব্যানার হাতে উপস্থিত ছিলেন। ব্যানারে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিয়ে সাধারণ মানুষকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজেপি নেতৃত্বের দাবি, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করা হবে। তবে এই বিষয়ে বড়া গ্রাম পঞ্চায়েত বা শাসক দলের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
#সিঙ্গুর #বড়াগ্রাম_পঞ্চায়েত #BJP #ডেপুটেশন #১০দফা_দাবি
#হু,গলি #স্থানীয়_সংবাদ #WestBengalPolitics #SingurNews




