বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে বারুইপাড়ায় তীব্র যানজট, ভোগান্তিতে হাজারো যাত্রী
সিঙ্গুর টিভি নিউজ ওয়েভডেস্ক, বারুইপাড়া :
বিশ্ব ইজতেমায় অংশ নিতে যাওয়া তীর্থযাত্রীদের স্রোতে শনিবার বারুইপাড়া এলাকায় সৃষ্টি হল তীব্র যানজট। সকাল থেকেই জাতীয় সড়ক ও সংযোগকারী রাস্তায় গাড়ির দীর্ঘ সারি পড়ে যায়। বাস, ম্যাটাডোর, ছোট গাড়ি ও দু’চাকার যান—সব মিলিয়ে যান চলাচল কার্যত থমকে যায়, চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
ডিটেইল রিপোর্ট:
স্থানীয় সূত্রে জানা গেছে, ইজতেমাগামী যানবাহনের অতিরিক্ত চাপ, নাকা চেকিং ও কিছু জায়গায় রাস্তার সংকীর্ণতার জেরে এই যানজট তৈরি হয়। একাধিক বাস ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আটকে থাকায় শিশু, বয়স্ক ও মহিলা যাত্রীদের ভোগান্তি সবচেয়ে বেশি হয়। অনেক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে উদ্বেগ প্রকাশ করেন।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে কিছু রুটে ডাইভারশন ও পর্যায়ক্রমে গাড়ি ছাড়ার ব্যবস্থা নেওয়া হয়। তবে যানচাপ কমতে সময় লাগবে বলে জানানো হয়েছে।
প্রশাসনের আবেদন:
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ইজতেমাগামী যাত্রীদের বিকল্প রুট ব্যবহার, অপ্রয়োজনীয় থামা এড়ানো এবং ট্রাফিক নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
পরিস্থিতির আপডেট:
দুপুরের দিকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও সন্ধ্যা পর্যন্ত ধীরগতিতে চলার সমচলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
#বিশ্বইজতেমা #বারুইপাড়া #যানজট #TrafficJam #HooghlyNews #BreakingNews






