মধ্যপ্রদেশে জল বিষক্রিয়ার ঘটনার প্রেক্ষিতে শ্রীরামপুরে জল দপ্তর পরিদর্শনে সিআইসি গৌরমোহন দে
শহরের পানীয় জল সম্পূর্ণ নিরাপদ, আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রশাসনের
শ্রীরামপুর | হুগলি:
মধ্যপ্রদেশে জলে বিষক্রিয়ার ঘটনার পর দেশজুড়ে যখন পানীয় জল নিয়ে উদ্বেগ ছড়িয়েছে, ঠিক সেই সময় হুগলীর শ্রীরামপুরে বাড়তি সতর্কতায় জল দপ্তর পরিদর্শন করলেন শ্রীরামপুরের সিআইসি গৌরমোহন দে। শুক্রবার তিনি শ্রীরামপুর পুরসভার অধীন জল পরিশোধন কেন্দ্র ও সরবরাহ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে সিআইসি গৌরমোহন দে জল শোধন প্রক্রিয়া, ফিল্টারেশন ইউনিট, ক্লোরিনেশন ব্যবস্থা ও নিয়মিত জল পরীক্ষার রিপোর্ট খুঁটিয়ে পর্যালোচনা করেন। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি জানতে চান, কোথাও কোনও রকম ত্রুটি বা গাফিলতির সম্ভাবনা রয়েছে কি না। জল দপ্তরের আধিকারিকরা তাঁকে জানান, শ্রীরামপুরে সরবরাহকৃত পানীয় জল নিয়মিত পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং মান নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে।
পরিদর্শন শেষে সিআইসি গৌরমোহন দে স্পষ্ট ভাষায় শ্রীরামপুরবাসীকে আশ্বস্ত করে বলেন,
“মধ্যপ্রদেশে যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে শ্রীরামপুরের পানীয় জল সম্পূর্ণ নিরাপদ। নিয়মিতভাবে জল পরীক্ষা করা হচ্ছে এবং কোনও রকম অবহেলা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।”
তিনি আরও জানান, ভবিষ্যতে যাতে এমন কোনও পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য জল দপ্তরকে আরও সতর্ক ও তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত পরীক্ষা ও নজরদারি বাড়ানো হবে বলেও আশ্বাস দেন তিনি।
সিআইসি-র এই পরিদর্শন ও প্রশাসনিক তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন শ্রীরামপুরের সাধারণ মানুষ। সাম্প্রতিক জল বিষক্রিয়ার ঘটনার জেরে যে আতঙ্ক তৈরি হয়েছিল, প্রশাসনের এই সক্রিয় ভূমিকায় তা অনেকটাই কাটল বলে মত স্থানীয়দের।


বিজ্ঞাপন 👉 9163016778




