মুখ থুবড়ে পড়েছে বিশ্ব ইজতেমার পরিবহন ব্যবস্থা! ১০–১২ কিলোমিটার হেঁটে অসুস্থ হচ্ছেন বয়স্করা
চরম অব্যবস্থা বিশ্ব ইজতেমায়, ঝাঁকে ঝাঁকে ইজতেমা ছাড়ছেন সাধারণ মানুষ | কী এমন হলো?
বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম, সেখানে পরিবহন ব্যবস্থার চরম অব্যবস্থায় কার্যত মুখ থুবড়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা। যানবাহনের অভাব ও দীর্ঘ পথ হাঁটতে বাধ্য হওয়ায় অসুস্থ হয়ে পড়ছেন বহু বয়স্ক ও দুর্বল পূণ্যার্থী। পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
হুগলি |
বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসে চরম দুর্ভোগের মুখে পড়ছেন হাজার হাজার পূণ্যার্থী। অভিযোগ, ইজতেমা ময়দান সংলগ্ন এলাকায় কার্যত ভেঙে পড়েছে পরিবহন ব্যবস্থা। নির্দিষ্ট শাটল, বাস কিংবা পর্যাপ্ত যানবাহনের অভাবে বহু মানুষকে ১০ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে বাধ্য হতে হচ্ছে।
বিশেষ করে বয়স্ক, অসুস্থ ও শিশুদের নিয়ে আসা পরিবারগুলোর অবস্থা সবচেয়ে করুণ। প্রচণ্ড শীতের মধ্যেই দীর্ঘ পথ হাঁটতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, কেউ কেউ রাস্তাতেই বসে পড়তে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ। মেডিক্যাল ক্যাম্প থাকলেও সেখানে পৌঁছনোই হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ।
একাধিক পূণ্যার্থী জানান, যাতায়াতের স্পষ্ট নির্দেশিকা না থাকায় বিভ্রান্তি আরও বেড়েছে। কোথা থেকে বাস মিলবে, কোন রাস্তায় গাড়ি চলবে—তা নিয়ে পরিষ্কার তথ্য না থাকায় ভোগান্তি চরমে। এর জেরেই ঝাঁকে ঝাঁকে সাধারণ মানুষ ইজতেমা ছেড়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

কিছু মানুষের অভিযোগ, ট্রাফিক নিয়ন্ত্রণের নামে বহু জায়গায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু বিকল্প পরিবহনের কোনও ব্যবস্থা রাখা হয়নি। ফলে হাঁটাই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বহু ইজতেমা অংশগ্রহণকারী। তাঁদের বক্তব্য, ধর্মীয় সমাবেশে শান্তির উদ্দেশ্যে এসেও যদি এভাবে দুর্ভোগ পোহাতে হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক। দ্রুত পরিবহন ব্যবস্থা স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
#বিশ্বইজতেমা
#IjtemaUpdate
#HooghlyNews
#পরিবহনসমস্যা
#BreakingNews
#BanglaNews






