নতুন বছরের শুরু মানবিকতার বার্তায়, ইটভাটা শ্রমিকদের পাশে চন্ডীতলা থানা
নববর্ষের প্রথম দিনে কম্বল বিতরণ ও সম্মিলিত ভোজে প্রায় ৩০০ শ্রমিক ও তাঁদের পরিবারকে আপন করে নিল পুলিশ
চন্ডীতলা, হুগলি | নিজস্ব সংবাদদাতা :-
নতুন বছরকে আনুষ্ঠানিকতার গণ্ডিতে না বেঁধে মানবিকতার কর্মসূচির মাধ্যমে স্বাগত জানাল চন্ডীতলা থানা। ২০২৬ সালের প্রথম দিনেই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক পুলিশিংয়ের বার্তা দিল হুগলি গ্রামীণ পুলিশের চন্ডীতলা থানা।
নববর্ষের দিন দুপুরে গঙ্গাধরপুর এলাকার ডি.কে.বি.এফ ব্রিকফিল্ডে আয়োজিত হয় কম্বল বিতরণ ও নববর্ষে৯র সম্মিলিত ভোজ। এই কর্মসূচির মাধ্যমে প্রায় ৩০০ জন ইটভাটা শ্রমিক ও তাঁদের পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি নববর্ষের আহারে একসঙ্গে অংশ নেন শ্রমিকরা ও পুলিশকর্মীরা।
চন্ডীতলা থানা সূত্রে জানা গিয়েছে, শীতের এই সময়ে ইটভাটায় কর্মরত শ্রমিকদের দৈনন্দিন জীবন যথেষ্ট কষ্টসাধ্য। তাঁদের শ্রম সমাজের অগ্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হলেও প্রায়শই তা থেকে যায় আড়ালে। সেই বাস্তবতাকে সামনে রেখেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।
পুলিশ আধিকারিকদের বক্তব্য, পুলিশিং শুধুমাত্র আইন প্রয়োগের মধ্যেই সীমাবদ্ধ নয়। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের মর্যাদা রক্ষা করাও পুলিশের অন্যতম দায়িত্ব। এই ধরনের উদ্যোগ পুলিশ ও জনতার মধ্যে বিশ্বাস ও সহযোগিতার বন্ধন আরও মজবুত করে।
অনুষ্ঠান চলাকালীন শ্রমিক ও তাঁদের পরিবারের মুখে দেখা যায় খুশির হাসি। শীতের দিনে উষ্ণ কম্বল ও একসঙ্গে নববর্ষের আহার তাঁদের কাছে শুধু সহায়তাই নয়, বরং সম্মান ও সহমর্মিতার বার্তা বহন করে।
চন্ডীতলা থানার এই মানবিক উদ্যোগ স্থানীয় মহলে ইতিবাচক প্রতিক্রিয়া ফেলেছে। নতুন বছরের সূচনালগ্নে এই কর্মসূচি সমাজে সহানুভূতি, সমতা ও অন্তর্ভুক্তির বার্তাকে আরও জোরালো করল বলেই মত সচেতন মহলের।






