১৮ জানুয়ারি সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি বৈঠকে রাজ্য ও জেলা বিজেপি নেতৃত্ব
লোহাপোট্টী লজে ঘণ্টার পর ঘণ্টা চলল গুরুত্বপূর্ণ আলোচনা
নিজস্ব সংবাদদাতা, সিঙ্গুর, সি:
আগামী ১৮ জানুয়ারি হুগলি জেলার সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে সফরে আসছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি। প্রধানমন্ত্রীর এই সফরকে সুশৃঙ্খল ও সফলভাবে পরিচালনার লক্ষ্যে সোমবার অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক।
সিঙ্গুরের লোহাপোট্টী লজে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতৃত্বের পাশাপাশি হুগলি জেলার বিভিন্ন বিভাগের নেতৃত্বরা। সূত্রের খবর, সভাস্থল ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, কর্মী সমন্বয় এবং প্রশাসনিক প্রস্তুতি—এই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, প্রধানমন্ত্রীর সফর ঘিরে যাতে কোনওরকম বিশৃঙ্খলা না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। একই সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ কীভাবে আরও সুসংগঠিত করা যায়, তা নিয়েও আলোচনা হয়। বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন নেতৃত্বরা।
দলীয় সূত্রে জানা গেছে, সিঙ্গুরের এই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সভাকে কেন্দ্র করে সংগঠনিক স্তরে কর্মসূচি, স্বেচ্ছাসেবক মোতায়েন এবং নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি দ্রুত চূড়ান্ত করা হচ্ছে।
সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর ১৮ জানুয়ারির সিঙ্গুর সফরকে ঘিরে জেলা ও রাজ্য স্তরে যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, সোমবারের এই বৈঠকেই তার স্পষ্ট ছবি ধরা পড়ল।
#NarendraModi #Singur #Hooghly #BJPMegaMeeting #PMVisit #WestBengalPolitics #singurtvnews





