দিল্লিতে অটল ক্যান্টিন | ৫ টাকায় ভাত-ডাল-রুটি | Atal Canteen Delhi
দিল্লিতে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণে চালু হল ‘অটল ক্যান্টিন’, ৫ টাকায় মিলবে সম্পূর্ণ খাবার
নয়াদিল্লি:
প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানী দিল্লিতে চালু করা হল ‘অটল ক্যান্টিন’। ২৫ ডিসেম্বর এই জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করা হয়। সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে খাবার সরবরাহ করাই এই ক্যান্টিনের মূল লক্ষ্য।
সূত্রের খবর, দিল্লি শহরের মোট ১০০টি স্থানে পর্যায়ক্রমে ‘অটল ক্যান্টিন’ চালু করা হবে। এই ক্যান্টিনে মাত্র ৫ টাকার বিনিময়ে পাওয়া যাবে ভাত, ডাল, রুটি, সব্জি ও আচার। বিশেষ করে শ্রমজীবী মানুষ, দিনমজুর ও নিম্ন আয়ের নাগরিকদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী রেখা গুপ্তা সহ দলের একাধিক নেতা-কর্মী। তাঁদের বক্তব্যে বলা হয়, অটল বিহারী বাজপেয়ী সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর সেই আদর্শ অনুসরণ করেই এই ক্যান্টিন প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে।
আয়োজকদের দাবি, ‘অটল ক্যান্টিন’-এর মাধ্যমে রাজধানীর দরিদ্র ও প্রান্তিক মানুষেরা খুব কম খরচে পুষ্টিকর খাবার পাবেন। আগামী দিনে দিল্লির আরও বিভিন্ন এলাকায় এই ধরনের ক্যান্টিন চালু করার পরিকল্পনাও রয়েছে।
#AtalCanteen
#অটলক্যান্টিন
#DelhiNews
#৫টাকায়খাবার
#AtalBihariVajpayee
#PublicCanteen
#BJPNews




