সরকারি কর্মীদের অনেকের মনেই প্রশ্ন অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কবে থেকে কার্যকর করা হবে ? কারণ একবার নয়া কমিশন চালু হলে প্রায় ৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী থেকে শুরু করে প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগীরা সেই সুবিধা পাবেন। একইসাথে আরও একটি প্রশ্ন হচ্ছে কতটা বেতন বাড়বে? এবার এরই মাঝে শোনা যাচ্ছে অষ্টম পে কমিশন চালু হলেও তাতে পেনশনভোগীদের কোনো সুবিধা মিলবে না! সত্যিই কি এমনটা হবে? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
অষ্টম বেতন কমিশনের সুবিধা পাবেন না পেনশনভোগীরা?
আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ এই শেষ হচ্ছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ। তাই কেন্দ্র সরকারের কর্মীদের ভবিষ্যৎ বেতন বা পেনশনের জন্য ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের গঠন হয়েছে তবে এবার সেটা বাস্তবায়নের অপেক্ষা। তবে সেটা লাগু হওয়ার আগেই সোশ্যাল মিডিয়াতে একটি খবর রটেছে যে নয়া কমিশন লাগু হলে মহার্ঘ্য ভাতা বৃদ্ধি হবে না ফলে লক্ষ অক্ষ পেনশনভোগী ও কর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
এই প্রসঙ্গে উত্তর মিলেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া এই দাবি মিথ্যে বলেই স্পষ্ট জানানো হয়েছে। এছাড়া আরও জানানো হয়েছে ২০২৫ সালের অর্থ আইনে পেনশনভোগীদের জন্য প্রদত্ত সুযোগ – সুবিধা বাতিল করা হয়নি ও অষ্টম বেতন কমিশন বা ডিএ সংক্রান্ত কোনো সুবিধাও বাতিল করা হচ্ছে না।
আরও পড়ুনঃ বাড়ছে অটল পেনশন যোজনার টাকা? লোকসভায় স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার
বিভ্রান্তি মেটাতে জবাব সরকারের
ইতিমধ্যেই প্রেস ইনফরমেশন ব্যুরো এর তরফ থেকে পোস্ট করে নেটমাধ্যমে ছড়িয়ে পড়া এই তথ্য সম্পূর্ণ ভুল বলে স্পষ্ট করা হয়েছে। নিচে সেই পোস্ট দেওয়া রইল।
পোস্ট লিঙ্ক : https://x.com/PIBFactCheck/status/198888747043671674/photo/1



