ডানকুনি, হিন্দমোটরে্, উত্তরপাড়া: : হুগলি জেলার ডানকুনিতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একজন মহিলার। উক্ত ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিন সকালে।
- রেল পুলিশ সূত্রে খবর, ডানকুনি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডলি ঘোষ সকালে বাজারে গিয়েছিলেন। ডানকুনির ১০ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার। রেলওয়ে পুলিশ দেহের টুকরোগুলো উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলা ট্রেনে ধাক্কা মারার পর তাঁর ছেলে সুখেন ঘোষ
ঘটনাস্থলে গিয়েছিলেন। মায়ের দেহের টুকরো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা রেলওয়ে পুলিশ ও ডানকুনি থানায় খবর দেন।
- ডানকুনি পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের দাবি, সুখেন ঘোষমানসিক ভারসাম্যহীন।এটা তার কথা থেকে বোঝা যায়। তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।