*বিপর্যস্ত ইন্টারনেট পরিষেবা*
সুমন পাত্র, বিশেষ প্রতিবেদন :- সার্ভার ডাউন এর জের পৃথিবীজুড়ে বিপর্যস্ত ইন্টারনেট পরিষেবা।
বর্তমান পৃথিবী বিজ্ঞান নির্ভর আজ এক মুহূর্ত বিজ্ঞান ছাড়া আমাদের চলে না। সকালে ঘুম থেকে উঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে বিজ্ঞানের অবদান অপরিসীম। সেই বিজ্ঞানেরই এক দান মুঠোফোন, আর বর্তমানে মুঠোফোন মানেই ইন্টারনেট যার দৌলতে আজ আমরা বিশ্বের প্রত্যেকটি প্রান্তের খবরাখবর থেকে শুরু করে তথ্য কয়েক সেকেন্ডে বিশ্বের অপর প্রান্তে বসে পেতে সক্ষম হয়েছি। তথ্য আদান প্রদান থেকে ছবি ভিডিও এমনকি বিনোদন মূলক সমস্ত ঘটনা এই ইন্টারনেট পৌঁছে দেয় বিশ্বের প্রত্যেকটি মানুষের কাছে খুব সহজেই। এই ইন্টারনেট আমাদের মধ্যে খুলে দিয়েছে যোগাযোগ ব্যবস্থার অন্য এক দিগন্ত।
কিন্তু এই ইন্টারনেট ব্যবস্থার সীমাবদ্ধতা মাঝে মাঝে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, যেমনটাই ঘটেছে গত এক সপ্তাহে। মাইক্রোসফটের সার্ভারে যান্ত্রিক গোলযোগের জেরে বিপর্যস্ত ইন্টারনেট পরিষেবা। ইন্টারনেট পরিষেবায় প্রভাব পড়ায় বড়সড় সমস্যার মুখে বিমান, ব্যাঙ্কিং, সম্প্রচার-সহ বিভিন্ন অত্যাবশকীয় পরিষেবা। বিশ্ব জুড়ে ইন্টারনেটের পরিষেবা ব্যাহত হওয়ায় বড় ক্ষতির মুখে একাধিক সেক্টর।
পরিস্থিতি সামাল দিতে জোর করে অবতরণ করানো হল একাধিক বিমানকে। ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া, আকাশা-সহ যান্ত্রিক গোলযোগের কারণে প্রভাবিত বিমান পরিষেবা। ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে বুকিং, চেক ইন, বোর্ডিং পাস দেখা-সহ বিমান চলাচলেও বিভ্রাট দেখা দিয়েছে। শুধু তাই নয়, ইন্টারনেটের সমস্যার ফলে শেয়ার বাজারও বড়সড় ক্ষতির মুখে পড়েছে।
ইন্টারনেট নির্ভর এই দুনিয়ায়। মোবাইল থেকে ল্যাপটপ ট্যাবলেট থেকে কম্পিউটার প্রতিটি ক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজনীয়তা ও নির্ভরতা অত্যাধিক। এমতাবস্থায় দাঁড়িয়ে মাইক্রোসফটের সাইবার বিভ্রাট কাটিয়ে পুনরায় ইন্টারনেটের প্রত্যাবর্তন কবে ঘটে এবং কবে সারা পৃথিবী সচল হয়। সেদিকেই নজর সকলের।