আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে যোগ দিতে চলেছেন ২ বাঙালী শিল্পী!
সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক, তারকেশ্বর, হুগলী :
কবির ভাষায়..!
”সাহিত্য টানে বঙ্গের পানে
রইবো চিরকাল
কারে দেখাও তুমি ভয়
আমি মৃত্যুঞ্জয়।”
সাহিত্য শুধু মন ভালো করে তা নয়!পেটের রসদ ও জোগায়। তাই তো সদ্য পঁচিশ বছরের তরুণ বর্ষিয়ান কবি দীপঙ্কর পোড়েল।কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসামের উদ্দেশ্যে রওনা দিলেন – হুগলি জেলার তথা তারকেশ্বর ভূমিপুত্র দীপঙ্কর পোড়েল ও কলকাতার বিখ্যাত সঙ্গীত শিল্পী শান্ত্বনা তরফদার।
ওনারা জানান যে আসামের করিম গঞ্জে ৩ রা নভেম্বর বিপিন চন্দ্র পাল ভবনে, বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের আন্তর্জাতিক কবি সম্মেলনে তারা যোগ দিচ্ছেন এবং সেখানে দীপঙ্কর পোড়েল কে শারম্বর পূর্ণ ভাবে প্রদান করবেন নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক স্বর্ণপদক ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী ,কবি, সমাজসেবী -সান্ত্বনা তরফ দারকে প্রদান করবেন -মায়ারানী দেবী আন্তর্জাতিক স্বর্ণপদক ।
খুশির জোয়ার হুগলি তারকেশ্বর মানুষ খুব খুশি বাংলা সাহিত্য এক জোয়ার আসছে। তারকেশ্বর বর্ষীয়ান কবি দীপঙ্কর পোড়েল নিয়ে খুব উচ্ছসিত। এলাকার মানুষ। কবি দীপঙ্কর পোড়েল তারকেশ্বর বেশ পরিচিত এবং বাংলা ভাষাকে ধ্রুপদী সাহিত্যে আদায়ের অন্যতম সৈনিক ছিল। তিনি দীর্ঘদিন ধরে লড়াই করে বাংলা ভাষার জয়কে ছিনিয়ে এনেছে। ও তারকেশ্বর বইমেলা আয়োজন করার অন্যতম মুখ।
তথ্য : সাহেব দাস, গ্রাফিক্স : সৌরভ আদক (সম্পাদক, সিঙ্গুর টিভি নিউজ)
০