ডেকরেটার্স সমন্বয় কল্যাণ সমিতির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সভা
নিজস্ব প্রতিনিধি, আশিস কুমার ঘোষ, তারকেশ্বর, হুগলী :
হুগলি জেলার তারকেশ্বরে ভীমপুর স্বপ্নপুরন লজে তারকেশ্বর ডেকরেটার্স সমন্বয় কল্যাণ সমিতির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সভা অনুষ্ঠিত হলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভার সভাপতি – সজল চক্রবর্তী প্রধান অতিথি – সনৎ ঘোষ বিশেষ অতিথি- অরুণ বেরা, জেলার পক্ষে সভাপতি-বরুণ পাত্র , সম্পাদক-সমিত কুন্ডু, ইলেকট্রিক ডিপার্টমেন্টের সুপারভাইজার- বিশ্বনাথ সাউ, বিডিও প্রতিনিধি হিসেবে ছিলেন- তুষার ধঁক এছাড়াও ইন্দ্রজিৎ পাল, মিডিয়া ম্যানেজার এবং রামকৃষ্ণ কুন্ডু, শুভেন্দু জানা ,অমিতাভ সাঁতরা সুশান্ত রক্ষিত, ভাস্কর গুহ , বিশ্বজিৎ কোলে ও পরিমল কোলে, আরো অন্যান্য অনেকেই এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল সংগঠন কিভাবে চলবে এছাড়াও আগামী দূর্গা পুজোতে সরকারি নিয়ম মেনে সদস্যরা কিভাবে কাজ করবেন সেটাই ছিল আলোচনা বিষয়, এই বিষয়ে সুমিত কুন্ডু ও বরুণ পাত্র সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেয়া যাক,( তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের এর রিপোর্ট)।