সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক, কোন্নগর, হুগলী
যুক্তিমন কলা ও বিজ্ঞান কেন্দ্র র ৩৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে ক্লাব কক্ষে আয়োজন করা হয়েছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। ২ দিনে প্রায় ১৫০ জনের মত সাধারণ মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান।
বিনামূল্যে হাড়ের ঘনত্ব নির্ণয় পরীক্ষা, ফুসফুসের কার্যক্ষমতা নির্ণয় পরীক্ষা, রক্তের শর্করা নির্ণয় পরীক্ষা করা হয়। চিকিৎসক সুমিত মিত্র, সব্যসাচী চৌধুরী, অম্লান মুখার্জী, অমরনাথ হর স্বাস্থ্য পরীক্ষা করেন। এছাড়াও শিক্ষক গোপাল চন্দ্র চ্যাটার্জীর স্মরণে ছাত্র – ছাত্রীদের জন্য বিজ্ঞান ভিত্তিক বইয়ের লাইব্রেরি ও ফ্রি-রিডিং রুমের উদ্বোধন করেন অধ্যাপক বিপ্লব চ্যাটার্জী।উপস্থিত ছিলেন অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী, পৌরপ্রধান স্বপন দাস, কাউন্সিলর অঞ্জলি ব্যানার্জী, অসিত চক্রবর্তী, প্রবীণ সাংবাদিক প্রবীর ঘোষাল,প্রাক্তন আই এ এস অফিসার সুদীপ ঘোষ সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।
যুক্তিমন এর এই সামাজিক দায়বদ্ধতার কর্মসূচি ও বিজ্ঞান সচেতনতার উদ্যোগকে সাধুবাদ জানান সকলে। যুক্তিমন এর কর্মকর্তা জয়ন্ত কুমার পাঁজা বলেন যে, বর্তমান সময়ে বিজ্ঞান চর্চা খুবই জরুরি। অন্ধ কুসংস্কারে আবদ্ধ না হয়ে যুব সমাজকে বিজ্ঞান চর্চায় নিয়োজিত হবার আহ্বান জানান।
তথ্য : সেখ আব্দুল আজিম, গ্রাফিকস : সৌরভ আদক (সম্পাদক, সিঙ্গুর টিভি নিউজ)
৭