হরিপাল থানার তৎপরতায় ধরা পরলো ৮টি ওভারলোড লরি
সৌরভ আদক, হরিপাল, হুগলী : গতকাল অর্থাৎ ১০ জুলাই, ২০২৪ বুধবার হুগলি গ্রামীণ পুলিশের হরিপাল থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে সকাল থেকেই জাতীয় সড়কে(NH2) তল্লাশি চালানো হয়।
জাতীয় সড়কে (National Highway) হিমাদ্রি কেমিকেলের সামনে থেকে কয়েকটি বালির ডাম্পার ও ট্রাককে আটক করা হয়। এ’দিন ৮জনকে গ্রেপ্তার করে হরিপাল থানার পুলিশ প্রশাসন। গাড়িগুলি বর্ধমানের দিকে যাচ্ছিলো।
পুলিশ প্রশাসন সূত্র হতে জানা জায়, গাড়িগুলির বৈধ কাগজপত্র ও বৈধ বালির চালান ছিলো না। মোট ৮জন কে এদিন চন্দননগর কোর্টে নিয়ে যাওয়া হয়। ধৃতদের নাম যথাক্রমে শুভজিৎ ঘোষ, সুকিরা মন্ডল, রাজু সাহানা, আশিষ রাশ, ফিরোজ খান, শেখ পিয়ার আলি, এম ডি মিনাজুল এবং শেখ নাসির আলি সহ মোট আটজনকে বৃহস্পতিবার চন্দননগর আদালতে পেশ করা হয়।
ধৃতদের উদ্দেশ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন। এর আগে সিঙ্গুর পক্ষ থেকেও তল্লাশি চালানো হয় এবং কয়েকদিন আগে ১১জনকে গ্রেফতার করা হয়েছিলো।