প্রবীর বসু, রিষড়া, হুগলী :
আগামী মহরম উৎসব কে শান্তিপূর্ণ করতে শ্রীরামপুর ও রিষড়া মহরম উৎসব কমিটি গুলিকে বৈঠক রিষড়া থানা প্রাঙ্গণে।বিশেষ উল্লেখ এবার মহরম উৎসব পালনে কোন রকম অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যাবহার করা যাবে না। মহামান্য উচ্চ আদালতের নির্দেশ।
এদিন বৃহস্পতিবার ১১জুলাই ২০২৪ এ সন্ধ্যায় হুগলির জেলার চন্দননগর কমিশনারেটের রিষড়া থানায় আগামী মহরম উৎসব পালন নিয়ে প্রশাসনের সঙ্গে মহরম উৎসব পালন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েগেল।এদিন বৃহস্পতিবার সন্ধ্যায় এই মহরম উৎসব পালন বৈঠকে উপস্থিত ছিলেন।শ্রীরামপুর এস ডি ও দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট,
চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর ডি সি পি অর্ণব বিশ্বাস,এ সি পি শুভঙ্কর বিশ্বাস, শ্রীরামপুর থানার আই সি ,রিষড়া থানার ওসি।অগ্নিনিবাপন দপ্তরের ওসি রিষড়া ও শ্রীরামপুর।এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌর পিতা,রিষড়া পৌরসভার পৌরপ্রধান, উপ পৌরপ্রধান এবং শ্রীরামপুর ও রিষড়া পৌরসভার সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা।মহরম উৎসব পালনের বৈঠকে আসা অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন।
আগামী মহরম উৎসব কে শান্তিপূর্ণ করতে শ্রীরামপুর ও রিষড়া মহরম উৎসব কমিটি গুলিকে বৈঠক রিষড়া থানা প্রাঙ্গণে।বিশেষ উল্লেখ এবার মহরম উৎসব পালনে কোন রকম অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যাবহার করা যাবে না।মহামান্য উচ্চ আদালতের নির্দেশ।
এদিন বৃহস্পতিবার, ১১জুলাই, সন্ধ্যায় হুগলির জেলার চন্দননগর কমিশনারেটের রিষড়া থানায় আগামী মহরম উৎসব পালন নিয়ে প্রশাসনের সঙ্গে মহরম উৎসব পালন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েগেল।এদিন বৃহস্পতিবার সন্ধ্যায় এই মহরম উৎসব পালন বৈঠকে উপস্থিত ছিলেন।শ্রীরামপুর এস ডি ও দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট,
চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর ডি সি পি অর্ণব বিশ্বাস,এ সি পি শুভঙ্কর বিশ্বাস, শ্রীরামপুর থানার আই সি ,রিষড়া থানার ওসি।অগ্নিনিবাপন দপ্তরের ওসি রিষড়া ও শ্রীরামপুর।এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌর পিতা,রিষড়া পৌরসভার পৌরপ্রধান, উপ পৌরপ্রধান এবং শ্রীরামপুর ও রিষড়া পৌরসভার সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা।মহরম উৎসব পালনের বৈঠকে আসা অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন।