অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর কর্মিসভা ও সদস্য সংযোজন অভিযান
নিজস্ব প্রতিনিধি সেখ আব্দুল আজিম, চুঁচূড়া, হুগলী :
রবিবার হুগলির চুঁচুড়া তে অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর কর্মিসভা ও সদস্য সংযোজন অভিযান হয়ে গেল। উদ্বোধনী কেরাত পাঠ করেন হাফেজ.মৈজেল হোসেন। ২০০৫ সালে স্থাপিত এই সংগঠন হাতেগোনা কিছু কর্মঠ উদ্যমী ছেলেদের নিয়ে।
বলাবাহুল্য সংগঠনের কোন আর্থিক ফান্ড নেই।মানব সেবায় বড় ধর্ম এই প্রবাদবাক্য কে মাথায় নিয়ে ঊনিশ টি বসন্ত অতিবাহিত হলো।নতুন সদস্য রা আন্তরিক ভাবে সংগঠনের কাজ করবে বলে ইচ্ছা প্রকাশ করেন।নবাগত তালহা আব্বাসি কে কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদকহিসাবে দায়িত্ব অর্পণ করা হলো। তিনি জানান এরকম একটা প্রত্যক্ষ রাজনৈতিক দলের বাইরে স্বচ্ছ সংগঠনের সদস্য হতে পেরে ভালো লাগছে ও আরো বেশি বেশি মানুষের জন্য কাজ করবো।
সুন্দর ভাবে সঞ্চালন করেন সংগঠনের সহ সভাপতি অধ্যাপক আহসান আলী।ঐদিন ওয়াকফ সম্পত্তির বিষয়ে কেন্দ্রের তিব্র বিরোধীতা করেন সাধারণ সম্পাদক নাজিবুল হক মল্লিক। তিনি বলেন ওয়াকফ সম্পত্তি আল্লাহ জন্য এর মালিক অন্য কেউ নন। মুসলিম সম্প্রদায়ের মসজিদ, মাদ্রাসা,মক্তব, দরগাহ,গরিব অসহায় দের প্রয়োজনে লাগবে বলেই পূর্ব পুরুষরা সম্পত্তি ওয়াকফ করে গেছে।তা কোন মতেই এটা সবার জন্য উন্মুক্ত করা যায় না।
কেন্দ্রীয় সরকার এটা সংবিধান বিরোধী কাজ করছেন।যেমন দেবোত্তর সম্পত্তি হিন্দু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত ও তাদের কল্যানের জন্য তা কখনোই সব ধর্মের মানুষের জন্য হতে পারে না। ওয়াকফ সম্পত্তি হস্তগত করে কর্পোরেটদের হাতে তুলে দিতে চাই ছে।আরজি কর কান্ডের মত ভবিষ্যতে যেন না এমন ঘটনা ঘটে, প্রশাসন সেগুলো যেন একটু বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন। রাজ্যের মানুষের মধ্যে সম্প্রিতি বজায় রাখতে হবে কেউ কেউ অশান্তি বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তার তিব্র বিরোধীতা আমরা আগেও করেছি আজও করছি ।বাওজুল হোসেন, লেখক হারুন রশিদ সাহেব,সাহিল মল্লিক, রেজাউল খন্দকার,আরো সম্মানিয় সৈনিক গন উপস্থিত ছিলেন।
সভার সভাপতিত্ব করেন সভাপতি আবু আফজাল জিন্না। দোয়া করেন পিরজাদা হাফেজ মৌলানা সাদ্দাম সিদ্দিকী আলকোরাইশী। সকলের জন্য মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।।
গ্রাফিক্স : সৌরভ আদক (সিইও, সিঙ্গুর টিভি নিউজ)