কলকাতা প্রেস ক্লাবে মহা সমারোহে ‘বঙ্গ গৌরব সম্মান ২০২৫’ প্রদান
কলকাতা, সিঙ্গুর টিভি নিউজ ওয়েভডেস্ক : ভিসন অফ বেঙ্গল-এর আয়োজনে এবং স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির ও অল বেঙ্গল রিপোর্টার্স ক্লাবের সহযোগিতায় ‘বঙ্গ গৌরব সম্মান ২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল ২১ ডিসেম্বর, ২০২৫, কলকাতার ঐতিহ্যবাহী প্রেস ক্লাবে।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিত্বদের সংবর্ধিত করতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত গৌরব সম্মানে সম্মানিত গুরুবক্স সিং, জনপ্রিয় শিল্পী ঊষা উত্থুপ এবং বিশিষ্ট চিত্রশিল্পী শুভা প্রসন্ন ভট্টাচার্য।
এদিন যাঁদের বঙ্গ গৌরব সম্মানে ভূষিত করা হয়, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—
‘মুক্তভাবনা’-র সাইকোলজিক্যাল কাউন্সেলিং এক্সপার্ট কাজী হেদায়েতুল্লাহ,
বিশিষ্ট শিক্ষাবিদ সামসুল আলম,
হুগলি জেলার চণ্ডীতলা থানার কুমিরমোড়ায় অবস্থিত এম ডি মার্বেলের কর্ণধার সেখ মুহাম্মদ মকিম,
কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী হাবিবুর রহমান, বিশিষ্ট পরিবেশ কর্মী সেখ মাবুদ আলী, দীর্ঘ ৩৬ বছর সাংবাদিকতা পেশায় যুক্ত প্রবীণ সাংবাদিক সেখ আব্দুল আজিম, বিশিষ্ট লেখিকা ও সমাজসেবীকা ডঃ ত্রিপর্ণা চট্টোপাধ্যায়, সমাজসেবীকা রিয়া পাল, নৃত্যশিল্পী সুচরিতা চট্টোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার ও কোচ আব্দুল মোনায়েম, চিকিৎসক আমানুল হক-সহ আরও বহু গুণী ব্যক্তিত্ব।
এই মহতী অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন ভয়েস অব বেঙ্গল-এর আহ্বায়ক ও ‘আজকাল’ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সরোজ চক্রবর্তী এবং বিশিষ্ট সাংবাদিক সেখ আব্দুল আজিম।
সম্মাননা প্রাপ্ত সকলেই এই স্বীকৃতিতে আপ্লুত ও অভিভূত হন। অনুষ্ঠানের সুচারু আয়োজনের জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানান উপস্থিত বিশিষ্টজনেরা। পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিতে উপস্থিত অতিথিদের হাতে গাছের চারা তুলে দেন পরিবেশ কর্মী সেখ মাবুদ আলী।




