পশ্চিম মেদিনীপুর জেলায় অনুষ্ঠিত হলো বিজেপির সদস্য সংগ্রহ অভিযান
সুমন পাত্র পশ্চিম মেদিনীপুর :- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১, ২ ও ৩ নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। সেই অভিযানে অংশগ্রহণ করে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানালেন, বিজেপির নিজস্ব সংবিধান মেনে প্রতি ৬ বছর ছাড়া আমাদের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। এবারও তার অন্যথা হয়নি, শুরু হয়েছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান।
তিনি আরো জানান নরেন্দ্র মোদির আমলে ভারতবর্ষের নাম আজ আমেরিকা চীন রাশিয়া ব্রিটেন ফ্রান্স জার্মানের মতো উন্নতশীল দেশের সাথে তুলনা করা হয়। তাই বিজেপির সদস্য হওয়া আপনার কাছে গর্বের। বিজেপির সদস্য আজ ভারতবর্ষের প্রতিটা বুথে আছে। সারা পৃথিবীর সবথেকে বড় রাজনৈতিক দলটির নাম বিজেপি। এদিন তিনি গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে দেখা করেন আলু বীজ মার্কেটে সকল ব্যবসায়ী ও চাষীদের সাথে কথা বলেন পথ চলতি মানুষের সাথে। সকলকে আবেদন করেন বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে যোগ দিয়ে বিজেপির সদস্য হতে।
ঘুরে দেখেন গড়বেতা ২ নম্বর ব্লকের গোয়ালতোড় বাজারও। সবশেষে গড়বেতা এক নম্বর ব্লকে একটি পথসভা ও মিছিল করেন এবং তিনি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির হাত শক্ত করতে সকল গড়বেতাবাসীকে এক হয়ে বিজেপির সদস্য হতে আবেদন করেন। তিনি অভিযোগ করেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী বাংলাদেশ শরণার্থীর নামে রোহিঙ্গা নিয়েছে পশ্চিমবঙ্গকে রোহিঙ্গা প্রদেশ বানাতে চাইছে। বাংলাদেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে দেশে প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হয় সেই দেশের আইন শৃঙ্খলা কতটা ভয়াবহ সে কথা অনুমেয়। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। বাংলাদেশের সর্বনাশ আসন্ন।
যদিও আজ ৩ রা ডিসেম্বর ক্ষুদিরাম বসুর জন্মদিনে শুভেন্দু অধিকারী দ্বারা নির্মিত গড়বেতার বাজারে ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান না করে ফিরে যাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরেই। তবে কি গোষ্ঠীদ্বন্দ্ব কাটছে না বিজেপিতে? যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে রাজ্যের শাসক দলও।